বিশ্বের সর্বাধিক বায়ুদূষিত শহর 

বিশ্বের সর্বাধিক বায়ুদূষিত শহর 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ নভেম্বর, ২০২৫

উত্তর ভারতের আকাশে শীতের আগমনী কুয়াশা যেন ক্রমশই বিষের রঙ নিচ্ছে। তাপমাত্রা নামার সঙ্গে সঙ্গে বাতাসে ভারী কণিকার ভিড় বাড়ছে। তার সঙ্গেই শ্বাসরোধী দূষণ ছড়িয়ে পড়ছে শহর থেকে শহরে। সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক বায়ুগুণমান সূচকের তালিকায় ভারতের নাম উঠে এসেছে উদ্বেগজনকভাবে। বিশ্বের সবচেয়ে দূষিত ৪০টি শহরের মধ্যে বেশ কয়েকটি ভারতীয় শহর স্থান পেয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে রাজস্থানের শ্রীগঙ্গানগর। এর বায়ুগুণমান সূচক ৮৩০ – যা শ্বাস নেওয়ার ক্ষেত্রে বিপজ্জনক। দ্বিতীয় স্থানে হরিয়ানার সিওয়ানি, যার সূচক ৬৭৬। অন্যদিকে, বায়ুদূষণের সুপরিচিত প্রতীক দিল্লি এবার আর শীর্ষ দশে নেই, তবে তার পরিস্থিতিও ‘অত্যন্ত বিপজ্জনক’ (সূচক ৪৩৩)।

শীত পড়তে শুরু করলে বায়ুমণ্ডলের নীচের স্তরে বাতাসের গতি কমে যায়। ফলে ধুলো , ধোঁয়া, গ্যাস ও সূক্ষ্ম কণিকা মাটির কাছাকাছি এসে জমতে থাকে। বিজ্ঞানীরা একে ‘স্থিতবায়ু স্তর’ বলেন। এই অবস্থায় দূষক পদার্থ উপরে উঠতে না পেরে আকাশে ঘন ধোঁয়াশা তৈরি করে। বিশেষ করে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থানের সমতলভূমি অঞ্চলে। বিশেষজ্ঞদের মতে, উত্তর ভারতে বায়ুদূষণের প্রধান উৎস চাষের ক্ষেতে কৃষিজ অবশেষ পোড়ানো। ধান কাটার পর মাঠে ফেলে রাখা বিচালি পুড়িয়ে ফেললে বিপুল পরিমাণে ধোঁয়া বাতাসে মিশে যায়। তার সঙ্গে যুক্ত হয় শিল্পকারখানার ধোঁয়া, যানবাহনের নির্গমন, নির্মাণস্থলের ধুলো এবং গৃহস্থালির জ্বালানি কণিকা। শীতের শুরুতে তাপমাত্রা হঠাৎ নেমে গেলে এই কণিকাগুলি আরও ঘনীভূত হয়। দিল্লি সরকার সম্প্রতি ‘মেঘবীজ রোপণ’ বা কৃত্রিম বৃষ্টি ঘটানোর উদ্যোগ নিয়েছে আকাশ পরিষ্কার করতে। পরিবেশবিদদের মতে এ কেবল এক সাময়িক ব্যবস্থা। দূষণের আসল উৎস যানবাহন, শিল্প, কৃষিজ দহন। এগুলো নিয়ন্ত্রণ না করলে স্থায়ী সমাধান সম্ভব নয়। বায়ুমণ্ডলে থাকা ‘অতিসূক্ষ্ম ধূলিকণা’ (পিপিএম ২.৫) সহজেই ফুসফুসে প্রবেশ করে রক্তে মিশে যায়। দীর্ঘমেয়াদে এটি হাঁপানি, ব্রঙ্কাইটিস, হৃদরোগ এমনকি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, বায়ুগুণমান সূচক ৩০০-এর বেশি হলে তা সরাসরি স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। অথচ ভারতের বহু শহরে ইতিমধ্যেই এই মান ৫০০ থেকে ৮০০-এর মধ্যে ঘোরাফেরা করছে। সবচেয়ে দূষিত দশটি ভারতীয় শহরের বায়ুদূষণ সূচকের একটি তালিকা নীচে দেওয়া হল।

 

দূষিত দশ

শহরের নাম বায়ুগুণমান সূচক

1 শ্রীগঙ্গানগর , রাজস্থান ৮৪০

2 সিওয়ানি, হরিয়াণা ৬৪৪

3 আবোহার, পঞ্জাব ৬৩৪

4 হিসার, হরিয়াণা ৪৭৭

5 চুরু, রাজস্থান ৪৫৬

6 চরখি দাদরি, হারিয়াণা ৪৪৮

7 রোটক, হরিয়াণা ৪৪৪

8 নাংলি বাহরমপুর , উত্তর প্রদেশ ৪৩৮

9 ভিওয়ানি, হরিয়াণা ৪৩৭

10 সাস্রোলি , হরিয়াণা ৪৩৩

 

পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, কৃষিক্ষেত্রে খড় পোড়ানো বন্ধে কঠোর নীতি প্রণয়ন করতে হবে। শিল্প ও যানবাহনের দূষিত গ্যাস নির্গমন নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ও আইন প্রণয়ন করতে হবে। বাড়াতে হবে নাগরিক সচেতনতা। উপলব্ধি করতে হবে, এ শুধু একটি নাগরিক সমস্যা নয়, এ এক গভীর জনস্বাস্থ্য সঙ্কট, যার প্রতিক্রিয়া আগামী প্রজন্মের ফুসফুসে দেখা যাবে।

 

সূত্র : India take top 40 spots in worst-AQI rankings in the world. Check list here; By: Express Web Desk New Delhi | October 30, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − two =