বিস্ফোরণে তৈরি হয় স্টেলার হোল

বিস্ফোরণে তৈরি হয় স্টেলার হোল

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৩০ জুলাই, ২০২২

স্টেলার ব্ল‌্যাক হোল। পুরো নাম স্টেলার মাস ব্ল‌্যাক হোল। যখন কোনও নক্ষত্রের মৃত্যু হয়, সাধারণত এই ধরনের কৃষ্ণগহ্বরের সৃষ্টি হয় তখনই। আর তা-ও আবার বিস্ফোরণের মাধ‌্যমে। বিশালাকার কোনও নক্ষত্র যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন সাধারণত বড়সড় বিস্ফোরণ হয়। কিন্তু বিশেষ একটি ক্ষেত্রে তা হয়নি। আর সেটাই ভাবিয়ে তুলেছে মহাকাশ বিজ্ঞানীদের। এই প্রথম আকাশগঙ্গা ছায়াপথের পড়শি ছায়াপথ তথা নক্ষত্রপুঞ্জে এমন একটি কৃষ্ণ গহ্বরের সন্ধান মিলেছে, যা তৈরি হয়েছে এমন একটি নক্ষত্র থেকে, যার ‘মৃত্যু’তে কোনও বড় বিস্ফোরণের খবরই নেই।