বুড়ো বয়সে মোটর স্কিল শিখতে সাহায্য করবে মস্তিষ্কে কৃত্রিম উদ্দীপনা

বুড়ো বয়সে মোটর স্কিল শিখতে সাহায্য করবে মস্তিষ্কে কৃত্রিম উদ্দীপনা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ সেপ্টেম্বর, ২০২২

মোটর স্কিল ব্যাপারটা কি? হাঁটতে, সাঁতার কাটতে, বাসন মাজতে বা পিয়ানো বাজাতে শেখার সময় মস্তিষ্ক আর পেশির সমন্বয় দরকার হয়। শরীরের ভেতরকার এই সংযোগ ব্যবস্থাকেই মোটর স্কিল বলে। প্রতিদিনের অভ্যাসে আরও মজবুত হয় এই সমন্বয়।

মানুষ কীভাবে বড়ো হতে হতে একের পর এক মোটর স্কিল অর্জন করে তা নিয়ে গবেষণার শেষ নেই। কিন্তু মূলত কম বয়েসিদের নিয়েই এতদিন পরীক্ষা চলেছে। কিন্তু কে না জানে, বয়েস বাড়ার সাথে সাথে নতুন কিছু শেখার দক্ষতা ক্রমেই কমতে থাকে। কিন্তু সুইজারল্যান্ডের ইকোল পলিটেকনিক ফেডেরাল ডি লুসানে সম্প্রতি বয়স্ক ব্যক্তিদের মোটর স্কিল নিয়ে একটা গবেষণা হয়েছে।

গবেষণায় দেখা গেছে ট্রান্সক্রেনিয়াল ব্রেন স্টিমুলেশান বা মস্তিষ্কে তড়িৎ পাঠিয়ে বিশেষ কিছু অংশকে উদ্দীপিত করতে পারলে মোটর স্কিল উন্নত হতে পারে বুড়োবুড়িদের। মানুষের গড় বয়েস যেহেতু বাড়ছে তাই বেশি বয়সেও শেখার দরকার পড়বেই, এমনটাই মত ফ্রিডহেম হামেলের। উনি ইকোল পলিটেকনিক ফেডেরালের স্নায়ুপ্রজুক্তিবিদ্যার অধ্যাপক। উনি এবং ওনার গবেষক ছাত্র পাবলো এলভিরা নতুন এই অনুসন্ধান চালিয়েছেন।