বৃষ্টির জলে আবাসিক কলোনিতে দেখা গেল কুমির, বিরল ঘটনা মধ্যপ্রদেশে

বৃষ্টির জলে আবাসিক কলোনিতে দেখা গেল কুমির, বিরল ঘটনা মধ্যপ্রদেশে

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১৯ আগষ্ট, ২০২২

মধ্যপ্রদেশের তুমুল বৃষ্টিতে আবাসিক কলোনিতে হাজির এক কুমির! তাকে উদ্ধার করে নিকটবর্তী জলাশয়ে ছেড়ে আসা হয়েছে। মধ্যপ্রদেশের শিবপুরি জেলার একটি কলোনিতে জমা জলে কুমির ভেসে আসতে দেখতে পান এলাকাবাসী। কিছু মানুষ আবার রাস্তার মধ্যেই হাঁটতে দেখাতে পান কুমিরকে। বন দফতরের কর্মীরা কুমিরটিকে ধরার চেষ্টা চালাতে থাকে। তার মধ্যেই কুমিরের ভিডিও বানাতে থাকেন স্থানীয় লোকজন। সে ভিডিওই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুমিরটিকে প্রথম এলাকার বাসস্ট্যান্ডে দেখাতে পাওয়া যায়। সেখান থেকেই খবর পায় পুলিশ। মাধব ন্যাশনাল পার্ক থেকে একটা দল সেখানে গিয়ে পৌঁছায়। দীর্ঘ এক ঘন্টা চেষ্টার পর কুমিরটিকে ধরতে সক্ষম হন তাঁরা।৮ ফুট লম্বা কুমিরটিকে শঙ্খ সাগর নামে জলাশয়ে ছেড়ে দেওয়া হয়।
মধ্যপ্রদেশের বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টি হচ্ছে। ভূপালের কিছু স্কুলেও ছুটি ঘোষণা করা হয়েছে।