বৃহস্পতির চাঁদে প্রাণের অনুসন্ধান

বৃহস্পতির চাঁদে প্রাণের অনুসন্ধান

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ মার্চ, ২০২২

পৃথিবীর বাইরে অন্য কোনও গ্রহ মনুষ্য বসবাসের যোগ্য কিনা, তা জানতে অনেকদিন ধরেই গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব ছিল কিনা, বা ভবিষ্যতে এই গ্রহ মানুষের বসবাসযোগ্য হবে কিনা, তা জানতে চলছে পর্যবেক্ষণ। এবার জানা গিয়েছে যে, বৃহস্পতির উপগ্রহ ইউরোপায় প্রাণের সন্ধান রয়েছে কিনা তার খোঁজ চালাবে একটি মহাকাশযান, যার আয়তন অনেকটা এসইউভি  গাড়ির মতো। ইউরোপাতেও মূলত সন্ধান চালানো হবে যে আগে এখানে প্রাণের অস্তিত্ব ছিল কিনা বা আগামী দিনে তা মনুষ্য বসবাসযোগ্য হবে কিনা। অর্থাৎ প্রাণ থাকার শর্তাবলী এখানে রয়েছে কিনা তা জানার চেষ্টা করা হবে।
জেট প্রপালসন ল্যাবরেটরি (জেপিএল)- তে ইতিমধ্যেই ওই মহাকাশযানের বিভিন্ন যন্ত্রাংশ একত্রিত করা শুরু হয়েছে। এই মিশনের নাম ইউরোপা ক্লিপখর। এই অভিযানের সময়েই বৃহস্পতির ইউরোপার পাশ দিয়ে বেশ কয়েকবার প্রদক্ষিণ করবে মহাকাশযান। ওই এলাকার বিভিন্ন কক্ষপথের মধ্যে দিয়ে প্রদক্ষিণ করবে এসইউভির আকার-আয়তনের ওই মহাকাশযান। বাস্তবে ইউরোপা একটি অজানা জগত যাকে বিজ্ঞানীরা বলছেন এলিয়েন ওয়ার্ল্ড। আর এই অজানা দুনিয়াতেই প্রাণের অস্তিত্ব ছিল কিনা বা আগামী দিনে তা মানুষের বসবাসের যোগ্য হতে পারবে কিনা সেটাই পর্যবেক্ষণ করে দেখবেন বিজ্ঞানীরা। সেই জন্য চলবে পরীক্ষা নিরীক্ষ, পর্যবেক্ষণ এবং উপযুক্ত উপাদানের খোঁজ।