বেসরকারি মহাকাশচারীদের নিয়ে স্পেস এক্স আকাশে

বেসরকারি মহাকাশচারীদের নিয়ে স্পেস এক্স আকাশে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ এপ্রিল, ২০২২

শুক্রবার চার জন মহাকাশচারীকে নিয়ে স্পেস এক্সের রকেট মহাকাশে উড়ল। গন্তব্যস্থল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। অভিযানের বৈশিষ্ট্য চারজন মহাকাশচারীই বেসরকারি। ফ্যালকন-৯ রকেটে চেপে স্পেস এক্সের মহাকাশযানের মহাকাশে যাওয়াকে নাসা জানিয়েছে আগামীদিনে স্পেস-পর্যটনকে বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই অভিযান এক যুগান্তকারী ঘটনা। চার মহাকাশচারীকে নির্বাচিত করেহে হাউস্টনের এক বেসরকারি সংস্থা অ্যাক্সিম। ফ্লোরিডার কেপ কানাভেরাল থেকে রকেটটি রওনা হয়েছে। চার মহাকাশচারীর নেতৃত্বে রয়েছেন নাসা থেকে অবসর নেওয়া, প্রাক্তন নভোশ্চর মিকায়েল লোপেজ আলজিরিয়া। ২০ ঘন্টার মহাকাশ ভ্রমণের পর তাদের মহাকাশযান ক্রিউ ড্রাগন শনিবার পৌঁছবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। তারপর পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার ওপরে মহাকাশযানটি অবস্থান করবে।