বৈশ্বিক নগরসভ্যতার ত্রিমাত্রিক মানচিত্র 

বৈশ্বিক নগরসভ্যতার ত্রিমাত্রিক মানচিত্র 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ ডিসেম্বর, ২০২৫

বর্তমান মানবসভ্যতা মূলত শহরকেন্দ্রিক। সেই শহরগুলো কেমনভাবে গড়ে উঠছে, কোথায় কতটা ঘনত্ব, কোন অঞ্চলে ঝুঁকি বেশি—এসব বোঝার জন্য এবার বিজ্ঞানীরা তৈরি করলেন পৃথিবীর প্রায় সব অট্টালিকার একটি অভূতপূর্ব ত্রিমাত্রিক বৈশ্বিক মানচিত্র। ‘গ্লোবাল বিল্ডিং অ্যাটলাস’ নামের এই উপাত্ত ভাণ্ডারের মাধ্যমে প্রথমবারের মতো এক নজরে দেখা যাচ্ছে পৃথিবীর ২.৭৫ বিলিয়ন অট্টালিকার উচ্চতা, বিস্তৃতি ও আয়তন।

উপগ্রহ ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে তৈরি এই মানচিত্রে পৃথিবীর মোট বহুতলের প্রায় ৯৭ শতাংশ অন্তর্ভুক্ত হয়েছে। প্রতিটি ভবনের ভূমিচিহ্ন ও উচ্চতা ধরা হয়েছে ৩×৩ মিটার রেজোলিউশনে, যা বৈশ্বিক স্তরে নগর কাঠামো বিশ্লেষণের জন্য এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। গবেষণাটি ২০২৫ সালের ডিসেম্বরে ওপেন-অ্যাক্সেস জার্নাল আর্থ সিস্টেম সায়েন্স ডেটা -তে প্রকাশিত হয়।

এতদিন বৈশ্বিক ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করা ছিল অত্যন্ত ব্যয়বহুল ও প্রযুক্তিগতভাবে জটিল। লেজার স্ক্যানিং বা উচ্চমানের স্টিরিও চিত্র ছাড়া তা প্রায় অসম্ভবই ছিল। এই বাধা ভেঙেছেন জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখের গবেষকরা। তাঁরা ডিপ লার্নিং ও লাইডার তথ্য একত্র করে এমন একটি মডেল তৈরি করেছেন, যা বহুতলের উচ্চতা ও আয়তন নির্ভুলভাবে অনুমান করতে পারে। মডেলটি প্রশিক্ষিত হয়েছে বিশ্বের ১৬৮টি শহরের বাস্তব লাইডার তথ্য দিয়ে।

২০১৯ সালে তোলা প্রায় ৮ লক্ষ উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে এই বিশাল মানচিত্র নির্মিত হয়েছে। ফলাফলে দেখা গেছে—এশিয়া এখন নগরায়নের বৈশ্বিক কেন্দ্রবিন্দু। বিশ্বের প্রায় অর্ধেক বহুতল অট্টালিকা, অর্থাৎ ১২২ কোটি কাঠামো, এই মহাদেশে অবস্থিত। বহুতলের মোট আয়তনেও এশিয়াই শীর্ষে, যা চীন, ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত সম্প্রসারিত মহানগরগুলোর বাস্তব চিত্র তুলে ধরে।

আফ্রিকায় অট্টালিকার সংখ্যা দ্বিতীয় সর্বাধিক হলেও সেগুলোর উচ্চতা ও আয়তন তুলনামূলকভাবে কম—যা ছোট, একতলা বা নিম্ন-উচ্চতার বসতির আধিক্য নির্দেশ করে। ইউরোপে মাথাপিছু ভবন আয়তনের বিস্তর পার্থক্য অর্থনৈতিক ও অবকাঠামোগত বৈষম্যের দিকটি উন্মোচন করে—ফিনল্যান্ডে এটি গ্রিসের তুলনায় ছয় গুণ বেশি, আর নাইজারে বৈশ্বিক গড়ের তুলনায় ২৭ গুণ কম।

 

শুধুমাত্র দ্বিমাত্রিক মানচিত্র দিয়ে আধুনিক নগরের বাস্তবতা ধরা যায় না। ত্রিমাত্রিক নগরচিত্র জলবায়ু পরিবর্তন, বন্যা বা ভূমিকম্পের মতো দুর্যোগের ঝুঁকি নিরূপণ, টেকসই নগর পরিকল্পনা এবং জাতিসংঘের উন্নয়ন লক্ষ্য পর্যবেক্ষণে এক শক্তিশালী বৈজ্ঞানিক হাতিয়ার হয়ে উঠতে চলেছে। শহরের ভবিষ্যৎ বুঝতে এই ডিজিটাল মানচিত্র নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ।

 

সূত্রঃ Giant 3D map shows almost every building in the world

A database of 2.75 billion buildings could help scientists to monitor urban planning, climate change, disaster risks and even corruption

by Mohana Basu,published in Nature journal,11th December2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =