ব্যাকটিরিয়ার নতুন প্রজাতি

ব্যাকটিরিয়ার নতুন প্রজাতি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ মার্চ, ২০২২

ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি-এদের অণুজীব বলা হয়। কারণ খালি চোখে এদের দেখা যায় না। কিন্তু সম্প্রতি গবেষকরা এমন এক ব্যাকটেরিয়ার সন্ধান পেলেন যা দেখার জন্য মাইক্রোস্কোপের প্রয়োজন হচ্ছে না! খালি চোখেই দেখা যাচ্ছে তাদের উপস্থিতি। ব্যাকটিরিয়ার নাম টি-ম্যাগনিফিকা। ক্যারিবিয়ান গ্ল্যাডটেরের ম্যানগ্রোভ অরণ্যে সম্প্রতি খুঁজে পাওয়া গিয়েছে এই ব্যাকটিরিয়াকে। যার দৈর্ঘ্য ০.৭৮ ইঞ্চি! প্রাথমিক পর্যবেক্ষণে ব্যাকটিরিয়াটিকে কোনও অঙ্গুরিমাল প্রাণী ভেবেছিলেন গবেষকরা। কিন্তু সংশ্লিষ্ট প্রাণীটির কোষ ও চরিত্র বিশ্লেষণ করে গবেষকরা নিশ্চিত হয়েছেন এটি একটি ব্যাকটেরিয়া এবং টি-ম্যাগনিফিকাকেই বিশ্বের বৃহত্তম ব্যাকটেরিয়া বলছেন গবেষকরা। বিবর্তনের সূত্র মেনে সরল এককোষী প্রাণী থেকেই জন্ম নিয়েছে বহুকোষী প্রাণীর। এই বিবর্তনবাদের মাঝে অন্যতম অধ্যায় ব্যাকটেরিয়ার ভূমিকা। কিছুটা মিসিং লিঙ্কের মত হয়ে গিয়েছিল ব্যাকটেরিয়ার ভূমিকা। কিউশু ইন্সটিটিউট অফ টেকনোলজির গবেষকদের সৌজন্যে এবার প্রকাশ্যে এসেছে সেই কথা। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা সায়েন্স
জার্নালে।