ব্যাকটেরিয়া কীভাবে সহ্য করে অ্যান্টিবায়োটিককে?

ব্যাকটেরিয়া কীভাবে সহ্য করে অ্যান্টিবায়োটিককে?

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ১৫ জানুয়ারী, ২০২৩

ব্যাকটেরিয়ার শত্রু অ্যান্টিবায়োটিক। কিন্তু কোনও কোনও অ্যান্টিবায়োটিকের ঔষধি ক্ষমতা সহ্য করে নিতে পারে কিছু ব্যাকটেরিয়া। কিন্তু এই কাজ অণুজীব করে কীভাবে? এই প্রশ্নের সদুত্তর দিচ্ছেন বিজ্ঞানীরা। নেপথ্যে নাকি বৈদ্যুতিক স্পাইক!
ইয়র্ক বিশ্ববিদ্যালয় আর পিকিং বিশ্ববিদ্যালয়ের যুগ্ম উদ্যোগে একটি গবেষণা হয়েছে সম্প্রতি। প্রাণঘাতী রোগ তৈরিতে সক্ষম কিছু ব্যাকটেরিয়া নিয়ে পরীক্ষা করা হয়েছিল। স্নায়ুকোষের মতোই এইসব অণুজীবের কোষেও স্বল্পস্থায়ী বৈদ্যুতিক স্পাইক তৈরি হয়। এই স্পাইকের সাহায্যের অ্যান্টিবায়োটিকের প্রভাব এড়িয়ে যায় তারা।
গবেষণার প্রয়োজনে বিজ্ঞানীরা প্রথমে নতুন জাতের নির্দেশক রঙ তৈরি করেন। তারপর সেই রঙ সরাসরি ব্যাকটেরিয়ার জেনেটিক কোডের সাথে জুড়ে দেওয়া হয়। সেখান থেকেই ব্যাকটেরিয়ার দেহে সৃষ্ট সাময়িক বৈদ্যুতিক ভোল্টেজ মাপা সম্ভব হয়েছে।
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স বা সংক্ষেপে এএমআর সারা বিশ্ব জুড়েই এক গুরুতর স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ ব্যাকটেরিয়া নাশ করার জন্যে তৈরি ওষুধ মোটেই কাজ করছে না। সেই সমস্যা সমাধানে এই গবেষণা ভবিষ্যতে কাজে লাগতে পারে বলেই অভিমত গবেষকদের।
ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক লিয়েক বলছেন, গবেষণা থেকে স্পষ্ট যে ব্যাকটেরিয়া সক্রিয়ভাবে বিকশিত হচ্ছে। তাদের কোষপর্দায় তৈরি হওয়া বৈদ্যুতিক স্পাইক তারই প্রমাণ।