ব্যাঙের বিচিত্র ডাক

ব্যাঙের বিচিত্র ডাক

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ নভেম্বর, ২০২৪

বর্ষায় ব্যাঙেদের ভারি মজা। মেঘলা আকাশ আর বৃষ্টি পড়লেই ব্যাঙেরা দল বেঁধে ডেকে ওঠে। ব্যাঙের ডাকের সঙ্গে আমরা সবাই প্রায় পরিচিত। কিন্তু ভাবলে অবাক হবেন যে সব ব্যাঙের ডাক একরকম নয়।
মাদাগাস্কারের রেইনফরেস্ট জুড়ে দেখা যায় গেছো ব্যাঙ। সেখানে সাতটি নতুন বুফিস প্রজাতির গেছো ব্যাঙ আবিষ্কৃত হয়েছে যারা পাখির শিসের মতো আওয়াজ করতে পারে। জার্মানির টেকনিশে ইউনিভার্সিটি ব্রাউনসউইগ-এর গবেষক দলের মতে কল্প বিজ্ঞানের ছবি স্টার ট্রেকে যে ধরনের আওয়াজ শোনা যেত এই ব্যাঙের ডাক অনেকটা তার অনুরূপ। এই কারণে গবেষকরা ব্যাঙেদের নাম স্টার ট্রেকের আইকনিক ক্যাপ্টেনদের নাম অনুসারে রাখেছেন- কার্ক, পিকার্ড, সিস্কো, জেনওয়ে, আর্চার, বার্নহাম এবং পাইক। এদের মধ্যে কিছু ব্যাঙ টুরিস্টদের ঘোরাফেরার এলাকায় দেখা গেলেও বেশ কিছু ব্যাঙেদের গভীর জঙ্গলে বা পাহাড়ের চূড়ায় দেখতে পাওয়া গেছে। সাধারণ ব্যাঙেদের মতো ডাকলে হয়তো সে আওয়াজ নদীর স্রোতের আওয়াজের তলায় তলিয়ে যেত। কিন্তু এই সাত প্রজাতির ব্যাঙের ডাক বেশ তীক্ষ্ণ ও জোরালো।
মাদাগাস্কার তার অপরিমেয় জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। এই এলাকাটি ব্যাঙেদের স্বর্গরাজ্য। মোটামুটি ফ্রান্সের আকারের এই দ্বীপ বিশ্বের সমস্ত ব্যাঙের প্রজাতির প্রায় ৯%-এর আবাসস্থল। গবেষকদের মতে এখনও কয়েকশ প্রজাতির ব্যাঙ রয়েছে যা তারা বর্ণনা করে উঠতে পারেননি। বিগত দশ বছরে, তারা এই দ্বীপ থেকে প্রায় ১০০টি নতুন প্রজাতি খুঁজে পেয়েছেন। তারা আশা করছেন মাদাগাস্কারের রেইনফরেস্টে সংরক্ষণের প্রচেষ্টা আরও শক্তিশালী হবে। মাদাগাস্কারের জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে আরও বেশি সচেতনতা প্রয়োজন যাতে এইসব অনন্য প্রজাতি এবং তাদের আবাস ভবিষ্যতের জন্য সুরক্ষিত থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =