ব্ল্যাকহোল গিলেছে হাজার তারা

ব্ল্যাকহোল গিলেছে হাজার তারা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ এপ্রিল, ২০২২

চন্দ্র এক্স -রে অবজারভেটরি টেলিস্কোপ এক অসাধারণ তথ্য সামনে এনেছে। দুটি ব্ল্যাক হোল প্রায় হাজার খানেক নক্ষত্রকে ধ্বংস করে ফেলেছে। স্পেস ডট কমের সৌজন্যে জানা যাচ্ছে এই তথ্য। এই দুটি ব্ল্যাকহোলকে অনেকদিন ধরেই পর্যবেক্ষণ করছিলেন মহাকাশ বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন এই যে হাজারের বেশি নক্ষত্রের ব্ল্যাকহোলে নিমজ্জিত হওয়া – এখানে একটা গ্যালাক্সির নক্ষত্র নেই। একাধিক গ্যালাক্সির নক্ষত্রেরা ব্ল্যাকহোল দুটির শিকার হয়েছে। চন্দ্রা এক্স-রে অবজারভেটরি টেলিস্কোপ এর ‘এক্স রে’ এভিডেন্স পাওয়া গেছে নক্ষত্র ধ্বংসের।
যে ব্ল্যাকহোলে এই নক্ষত্রগুলির সলিল সমাধি ঘটেছে নাসা জানাচ্ছে সেগুলি সূর্যের থেকে ৫ থেকে ৩০ গুন বড়। অনেকগুলি গ্যালাক্সির ওপর নজরদারি চালিয়েছে অবজারভেটরিটি। তারপরেই এই তথ্য সামনে এসেছে। প্রথমে টুকরো টুকরো করে তারপরে ব্ল্যাকহোল দুটি সেগুলিকে অভিকর্ষজ বলের দ্বারা টেনে নিয়েছে নিজের ভেতর।