ব্ল্যাকহোলের শব্দ

ব্ল্যাকহোলের শব্দ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ মে, ২০২২

সম্প্রতি নাসা অতিকায় কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোলের শব্দ প্রকাশ করেছে। আন্তর্জাতিক ব্ল্যাক হোল উইক/ কৃষ্ণগহ্বর সপ্তাহ উপলক্ষে ঐ বিশেষ শব্দের রেকর্ডিং প্রকাশ করেছে নাসা। বাতাস হীন স্থানে শব্দ রেকর্ড করা বা শব্দের অস্তিত্বই থাকার কথা নয়। তাহলে কীভাবে রেকর্ড করলেন ব্ল্যাক হোলের শব্দ।
আসলে বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের চারপাশে প্রেসারের ফ্লাকচুয়েশান বা তরঙ্গ টের পেয়েছেন। ঐ তরঙ্গ যদি বাতাসের মতো কোনো মাধ্যমে কাঁপন ধরাতে পারতো এবং ঐ কম্পন বাতাস বাহিত হয়ে আমাদের কানে পৌঁছালে মস্তিষ্ক যেরকম শব্দ শুনতে পেত তা প্রকাশ করেছে নাসা। যাকে চলতি কথায় আমরা বলছি ব্ল্যাক হোলের শব্দ। আসলে শব্দ বিষয়টি একটি পার্থিব বিষয়। পৃথিবীর বাইরে বস্তুর কম্পন বাহিত হওয়ার মতো মাধ্যম(যেমন বাতাস) নেই।