ভবিষ্যতের ১০ প্রযুক্তি

ভবিষ্যতের ১০ প্রযুক্তি

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১৪ জুলাই, ২০২২

গবেষকদের মত অদূর ভবিষ্যতে আমাদের প্রযুক্তির দক্ষতা এমন অবস্থায় চলে যাবে যে এখনকার দুনিয়ায় আমরা যে দেখি সামনের দুনিয়া, তার থেকে একময় ভিন্ন হয়ে দেখা দেবে। কোন কোন ক্ষেত্রে আসতে পারে এমন নাটকীয় পরিবর্তন। অবাক করা যেসব প্রযুক্তি খুব অল্প সময়ে, প্রত্যাশার চেয়েও কম সময়ে হাতের মুঠোয় চলে আসতে পারে, সেগুলোর এক তালিকা বানিয়েছে সায়েন্টিফিক আমেরিকান। খুব অল্প দিনেই হয়তো বাজিমাত করবে, এমন ১০ প্রযুক্তি নিয়েই বানানো হয়েছে এই তালিকা। তালিকা করেছে যে স্টিয়ারিং গ্রুপ, তার নেতৃত্বে ছিলেন সায়েন্টিফিক আমেরিকানের এডিটর ইন চিফ ম্যারিয়েট ডাইক্রিশ্চিয়ানা। বাজিমাতের ১০ প্রযুক্তির তালিকায় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, জীবন-ঘনিষ্ঠ অনেকগুলো প্রযুক্তিই আছে। তালিকায় পাবেন পরিবেশ বাঁচাতে বায়োপ্লাস্টিক, স্মার্ট ওষুধ, যুগান্তকারী সার, ফুড প্যাকেজিং বা ডিএনএ স্টোরেজের মতো জৈব বৈজ্ঞানিক ব্যাপার। সামাজিক রোবট, টেলিপোর্টেশন, ক্যামেরায় বিপুল উন্নতি, ব্যাটারি এগুলোও আছে।