ভারত, পাকিস্তানে তাপপ্রবাহের রেকর্ড

ভারত, পাকিস্তানে তাপপ্রবাহের রেকর্ড

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ মে, ২০২২

যে তাপমাত্রা ৩০০ বছরে একবার হওয়ার কথা, আবহাওয়ার চরম পরিবর্তনে সেই চরম তাপপ্রবাহের ঘনঘটা তিন বছর অন্তর! দিল্লি এবং উত্তর-পশ্চিম ভারত জুড়ে তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস। প্রতিবেশী পাকিস্তানে তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস! বিশ্ব আবহাওয়া দফতর, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের পরিবেশ বিভাগের বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ জানাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন, সমুদ্রের জলের উচ্চতাবৃদ্ধি, পৃথিবী জুড়ে গ্রিনহাউস গ্যাসের নির্গমনের পরিমাণ- সবই এই চরম তাপমাত্রা বা তাপপ্রবাহের কারণ। আবহাওয়াবিদদের পূর্বাভাষ, আগামী সপ্তাহেও তাপপ্রবাহের অস্তিত্ব থাকবে দুই দেশে যেখানে তাপমাত্রা চলে যাবে ৫০ ডিগ্রি সেলসিয়াসের ওপর! ১৯০০ সালের পর ভারত এবং পাকিস্তান কোনও দেশই এরকম অসহ্য অবস্থা দেখেনি। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের সচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, “আবহাওয়ার চরম পরিবর্তন রুখতে ব্যর্থ মানুষের আরও ভয়াবহ দিন আসছে।”