ভিডিও গেম ও মস্তিষ্কের ক্ষমতা

ভিডিও গেম ও মস্তিষ্কের ক্ষমতা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ মার্চ, ২০২২

বিজ্ঞানীদের গবেষণায় জানা গেছে, আমাদের মস্তিষ্ক একই সময়ে একাধিক বিষয়ে চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নিতে পারে। অথচ আমরা সব সময় মস্তিষ্কের এই দারুণ সক্ষমতার ব্যাপারে সচেতন নই বা এর পূর্ণ সদ্ব্যবহারের প্রতি তেমন গুরুত্ব দিই না। কিন্তু বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে এখন প্রতিদিন-প্রতিমুহূর্ত একসঙ্গে একাধিক কাজ সম্পন্ন না করে উপায় নেই। সব্যসাচী, অর্থাৎ একাধারে দুহাতে কাজ করতে পারাকেই এত দিন আমরা বলে এসেছি অসাধারণ ব্যাপার। আর এখন দুহাতের কাজও যথেষ্ট নয়। দুই হাত, দুই চোখ, দুই কান এবং মস্তিষ্ক—এই সব কটি মিলে একসঙ্গে তিন থেকে চার ধরনের কাজ চালিয়ে যেত না পারলে এই ডিজিটাল যুগে পিছিয়ে পড়তে হয়।