ভিনগ্রহীদের দর্শন নিয়ে আশাবাদী নাসার প্রাক্তন বিজ্ঞানীও

ভিনগ্রহীদের দর্শন নিয়ে আশাবাদী নাসার প্রাক্তন বিজ্ঞানীও

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ মে, ২০২২

জিম গ্রিন। নাসায় কাজ করা প্রাক্তন বিজ্ঞানী। ৪০ বছরের বেশি সময় ধরে মহাকাশ নিয়ে তার চর্চা। এবছরের জানুয়ারিতেই নাসা থেকে অবসর নিয়েছেন গ্রিন। তার আশা অদূর ভবিষ্যতে ভিনগ্রহীদের সঙ্গে পৃথিবীর মানুষের দেখা হবে। এলিয়েনদের নিয়ে গবেষণা কম দিন ধরে হচ্ছে না। গত মাসে ইংল্যান্ডের এক মহিলা জোরের সঙ্গে দাবি করেছিলেন তার ভিনগ্রহীদের সঙ্গে দেখে একাধিকবার হয়েছিল। এই বিষয়ে গ্রিনের ভরসা জেমস ওয়েব টেলিস্কোপ। গ্রিন বলেছেন, “জেমস ওয়েব টেলিস্কোপ যে সব গ্রহ সম্পর্কে আমাদের আলোকপাত করছে সেখানে মানুষের গবেষণা এখনও পৌঁছতে পারেনি। আমার মনে হয় জেমস ওয়েব টেলিস্কোপের সহায়তায় একদিন আমাদের সঙ্গে এলিয়েনদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে।”