ভূগর্ভস্থ জলের অপচয়ে বিপন্ন রাজ্য

ভূগর্ভস্থ জলের অপচয়ে বিপন্ন রাজ্য

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ মার্চ, ২০২২

ভূগর্ভস্থ জলের বেহিসেবি ব্যবহার। নেমে যাচ্ছে জলের স্তর। একইসঙ্গে বাড়ছে আর্সেনিকের প্রকোপ। বিপন্ন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ। জনবসতি বাড়ার ফলে কলকাতায় বেড়েছে ওয়ার্ড। কিন্তু সেই অঞ্চলগুলোতে এখনও পরিস্রুত পানীয় জল পৌঁছয়নি। তাই মানুষের ভরসা হয়ে উঠেছে ভূগর্ভস্থ নলকূপের জল। সেই জলে এক একটি পরিবার সব প্রয়োজনেই ব্যবহার করছে। এর ফলে জলের স্তর যেমন নেমে যাচ্ছে, আর্সেনিকের প্রকোপও বাড়ছে। জেলাগুলোতে ভূগর্ভস্থ জলেই কৃষিকাজ হচ্ছে। সেখানে আর্সেনিকের তীব্রতা আরও বেশি। বর্তমানে রাজ্যের জেলাগুলোর মধ্যে ১০৭টি ব্লক আর্সেনিকে আক্রান্ত। আর কলকাতার দিকে তাকালে, পরিসংখ্যান বলছে ৭৭টি ওয়ার্ড আর্সেনিকে আক্রান্ত। সেই কারণে পরিবেশবিদদের পরামর্শ, ভূগর্ভস্থ জল রিচার্জ করতে হবে। না হলে আগামী ১০০ বছরে শুকিয়ে যাবে গঙ্গা। উত্তরবঙ্গের অনেক নদী ইতিমধ্যে শুকিয়ে গিয়েছে।