ভূমিকম্প মেক্সিকোতে, আর ক্যালিফোর্নিয়ার গুহায় মরু জলোচ্ছ্বাস

ভূমিকম্প মেক্সিকোতে, আর ক্যালিফোর্নিয়ার গুহায় মরু জলোচ্ছ্বাস

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ সেপ্টেম্বর, ২০২২

গত ১৯শে সেপ্টেম্বর, সোমবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল। ঘড়িতে তখন বেলা এগারোটা পাঁচ। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৬।

এটা আশ্চর্যের খবর নয়। ঠিক তার পাঁচ মিনিট পর ২৪০০ কিলোমিটার দূরে ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশানাল পার্কের ঘটনায় স্তম্ভিত বিজ্ঞানীরা।

জীব প্রযুক্তিবিদ অ্যামব্রে শাওদিন ডেভিলস হোল নামের এক বিখ্যাত চুনাপাথরের গুহায় পরীক্ষা চালাচ্ছিলেন। কিন্তু হঠাৎ গুহার মুখে মরু জলোচ্ছ্বাস আরম্ভ হয়ে যায়। হতবাক প্রোফেসর শাওদিন। ওনার মনে হয়েছিল হয়তো বা ওই গুহাতেই বড় কোনও ভূমিকম্প ঘটে গেছে।

তার আধ ঘণ্টা পর, ঘড়িতে তখন এগারোটা পঁয়ত্রিশ আজব সুনামি শুরু হয়, ৪ ফুটের বেশি উচ্চতায় পৌঁছে যায় জলস্তর। গবেষকরা এখনও ধন্দে কীভাবে এতদূর স্থানে ভূমিকম্পের প্রভাব পড়তে পারে ডেভিলস হোল গুহায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + four =