ভ্যাকসিন উৎপাদনে অগ্রগতি ভারতের

ভ্যাকসিন উৎপাদনে অগ্রগতি ভারতের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ মে, ২০২২

ভ্যাকসিন উৎপাদনে সাফল্য ভারতের। সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি (সিসিএমবি) এবং কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) যৌথভাবে দেশীয় পদ্ধতিতে তৈরি প্রথম বার্তাবাহক এমআরএনএ প্রযুক্তির টিকা তৈরির কাজ শেষ করেছে। বর্তমানে ভারতে এই টিকা উৎপাদন করার যে সমস্ত পদ্ধতি রয়েছে তার মধ্যে সবথেকে উন্নত এমআরএনএ প্রযুক্তি। করোনার ভ্যাকসিন তৈরি করার ক্ষেত্রেও এই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। এই পদ্ধতির সবথেকে ইতিবাচক দিক হল সহজেই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বিঘ্ন ঘটানোর মাইক্রো অর্গানিজমকে চিহ্নিত করতে পারে, এবং খুবই দ্রুত রোগ সৃষ্টিকারী উপাদানকে দেহ থেকে সরিয়ে দিতে পারে এই প্রযুক্তি। গবেষকদের অন্যতম রাজেশ আইয়ার বলেছেন, “দুটি ইঁদুরের ওপর এমআরএনএ টিকা দেওয়ার পর তাদের প্রতিরোধ ক্ষমতা লক্ষ্য করা হয়েছে।
তবে কাজ এখনও শেষ হয়নি। পরীক্ষা-নিরীক্ষার বাকি আছে। তারপর সঠিক সময়ে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্যও পাঠানো হবে। ভারতে উৎপাদিত করোনার টিকা সারা বিশ্বে ব্যবহৃত হয়েছে।