ভয়ঙ্কর দাবানল মার্কিন যুক্তরাষ্ট্রে

ভয়ঙ্কর দাবানল মার্কিন যুক্তরাষ্ট্রে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ এপ্রিল, ২০২২

বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত ভয়ঙ্করতম দাবানল। একসঙ্গে দুটো দাবানল। তার আগুনে লাস ভেগাস, নিউ মেক্সিকোর অনেকটাই পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে! দুর্ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। রাজ্যগুলোর প্রশাসন জানিয়েছে এখনও পর্যন্ত পাওয়া খবরে ২০০-র বেশি বাড়ি সম্পূর্ণ ধ্বংস! একটা আগুন লেগেছিল উত্তর-পূর্বে, তাওসে। আর একটা আগুন লেগেছিল একইসময় লাস ভেগাসের কাছে কাফ ক্যানিয়নে আর হারমিটস পিকে। আগুন লাগার সময় হাওয়ার গতি ছিল ঘন্টায় ১২১ কিলোমিটার! ঝড়ের গতিতে সেই আগুন ছড়িয়ে পড়ে। কতগুলো নিকটবর্তী গ্রাম যে আগুনে ধ্বংস হয়েছে তার হিসেব এখনও পায়নি স্থানীয় প্রশাসন। ফ্লোরিডার ডিজনি ল্যান্ডের চেয়েও বেশি অঞ্চল, প্রায় ৪২ হাজার একর জমি সেই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে! নিউ মেক্সিকোর গভর্নর লুজান গ্রিশাম আতঙ্কিত হয়ে বলেছেন, “আরও কত এরকম ঘটনা যে ঘটবে অদূর ভবিষ্যতে সেই ভেবেই রাতে ঘুম চলে গিয়েছে। শুক্রবারের ঝড় ও দাবানলকে গ্রিশাম বলছেন নজিরবিহীন। কিন্তু বিজ্ঞানীদের মত, আবহাওয়া ক্রমশ উষ্ণ হতে থাকায় বিশাল ওই অঞ্চলগুলো বছরের অধিকাংশ সময় খরার প্রকোপে পড়ে। শীতকালে আগে যে ‘স্নো-প্যাক’ দেখা যেত নদীগুলোয় সেটাও তাপমাত্রা বৃদ্ধিতে প্রায় বন্ধ হয়ে গিয়েছে। তার ওপর নানাকারণে জমিতে চাষবাষ বন্ধ হয়ে যাওয়ায় আমেরিকার উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিমের বিশাম অঞ্চলগুলো মরুভূমির আকার ধারণ করেছে। যার ফলে হাওয়ার গতি থাকলে জঙ্গলের আগুন ছড়াতে সময় লাগে না।