মঙ্গলে পাওয়া গেল খনিজের অস্তিত্ব

মঙ্গলে পাওয়া গেল খনিজের অস্তিত্ব

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ ফেব্রুয়ারী, ২০২২

অবশেষে মঙ্গলে পাওয়া গেল জলের অস্তিত্ব। তথ্য অনুসন্ধানের খোঁজে লালগ্রহে থাকা মার্স রিকনোস্যান্স অরবিটারের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি যেখানে মঙ্গলপৃষ্ঠে পাওয়া গিয়েছে একটি খনিজ পদার্থ নুন। এই লবণের উৎস জল। বিজ্ঞানীদের মতে এই লবণ ২০০ কোটি বছরের পুরনো। বিজ্ঞানীদের আরও মনে হয়েছে, মঙ্গলের দুর্গম অবসবাসযোগ্য মাটিতে একসময় জলের উপস্থিতি ছিল। জল মানে, অসংখ্য জলাশয়ের কথাও মহাকাশ বিজ্ঞানীরা একাধিকবার বলেছেন। তারা এ-ও বলেছেন, জল থাকা মানে অণুজীবদেরও বাস তখন ওখানে ছিল। কিন্তু সময়ের সঙ্গে জল হয়ে গিয়েছিল বাষ্পীভূত, মাটি হয়ে গিয়েছিল দুর্গম, পাথুরে। সাম্প্রতিক এই সমীক্ষাটি করেছেন ক্যালটেক-এর বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন লালগ্রহের মাটিতে সম্প্রতি যে নুনের সন্ধান পেয়েছেন তার উৎস স্বরূপ জলের বয়স ২০০ থেকে ২৫০ কোটি বছর পুরনো। এই সমীক্ষার প্রধান গবেষক এহলম্যান বলেছেন, “এবার মার্স অরবিটার আমাদের শুধু লবণের ছবি নয়, মঙ্গলের পরিবেশ এবং প্রাচীন সমস্ত হ্রদ সম্পর্কেও ছবি পাঠিয়েছে, যে প্রাচীন হ্রদগুলো লবণাক্ত জলে ভরা ছিল।