মঙ্গলে মানুষের শব্দ পৃথিবীতে বসে শোনার ব্যবস্থা করল নাসা

মঙ্গলে মানুষের শব্দ পৃথিবীতে বসে শোনার ব্যবস্থা করল নাসা

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২২ আগষ্ট, ২০২২

নাসা একটি বিশেষ প্রোগ্রাম ডেভেলপ করেছে। যার সহায়তায় কোনও ব্যক্তি পৃথিবীতে বসে মঙ্গলে তার কণ্ঠস্বর কেমন লাগতে পারে সেটা শুনতে পারবে। সেই ডাটা সংগ্রহ করবে নাসার পারসেভারেন্স রোভার, যা মঙ্গলে সংশ্লিষ্ট ব্যক্তির শব্দের রেপ্লিকেট করবে। এর পাশে স্পেস এজেন্সির রয়েছে একটি বিশেষ অনলাইন টুল যার সহায়তায় সেই ব্যক্তিটি নিজের বাড়িতে বসে মঙ্গলে তাদের শব্দের অনুকরণও করতে পারবেন। তার জন্য সেই ব্যক্তিকে নাসার অফিসিয়াল ওয়েবসাইটে সাউন্ড অফ মার্স সেকশন থেকে ইউ অন মার্স ট্যাবটি নেভিগেট করতে হবে। তারপর ক্লিক করে কিছুক্ষণ হোল্ড করলে ব্যক্তি তার নিজের কণ্ঠস্বর রেকর্ড করতে পারবেন। কাজটি সফল হলে তারপর সেই ব্যক্তি অডিও ফাইলটি ডাউনলোড করলেই শুনতে পারবেন অঙ্গলে তার কণ্ঠ কীরকম শুনতে লাগবে। বাঁশি, বেল, পাখির গান রেকর্ডিং করে গবেষকরা মঙ্গলে শোনার চেষ্টা করেছেন। কিন্তু এগুলোর কিছুই শোনা যায়নি। মঙ্গলের তাপমাত্রা, ঘনত্ব এবং রসায়ন পৃথিবীর তুলনায় সম্পূর্ণ আলাদা বলে ওখানে শব্দের মাত্রা পৃথিবীর তুলনায় অনেক কম হবে এবং কিছু ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল খুব হয়ে যায়।