মঙ্গলের ছোট্ট উপগ্রহ ডেইমসের বিরল ছবি

মঙ্গলের ছোট্ট উপগ্রহ ডেইমসের বিরল ছবি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ মে, ২০২৩

যেমন পৃথিবীর উপগ্রহ চাঁদ, তেমনই মঙ্গলের ডেইমস। ডেইমসও মঙ্গলগ্রহের সাথে জোয়ারভাটার শক্তি দিয়ে যুক্ত হয়ে আছে। ফলে, মঙ্গলপৃষ্ঠ থেকেই হোক কিংবা নিচু কক্ষপথ থেকেই হোক, ডেইমসের একটা দিকই দেখতে পাওয়া যায়। এই উল্টোপিঠের ছবি এতদিন তোলা সম্ভব হয়নি।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহির তরফ থেকে ‘হোপ’ নামের এক মহাকাশযান পাঠানো হয়েছিল। অভিযানের পোশাকি নাম ছিল এমিরেটস মার্স মিশন। এই মহাকাশযান থেকেই ১২.৪ কিলোমিটার চওড়া ডেইমসের উল্টোপিঠের কিছু বিরল ছবি তোলা সম্ভব হল।
গ্রিসের ভয় আর অরাজকতার দেবতা ডেইমসের নামে এই উপগ্রহের নাম। লাল গ্রহের মাটি থেকে ২৩০০০ কিলোমিটার উপর দিয়ে প্রদক্ষিণ করছে ডেইমস। এই ‘হোপ’ অভিযানের জন্য নির্দিষ্ট কক্ষপথ অন্য অভিযানের তুলনায় একেবারেই অভিনব ছিল। ৪০০০০ কিলোমিটার উপরে মহাকাশ থেকে ছবিগুলো তোলা হয়েছে বলেই ডেইমসের উল্টোপিঠের ছবি তোলা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + nineteen =