মঙ্গলের পিঠের ছবি

মঙ্গলের পিঠের ছবি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ ফেব্রুয়ারী, ২০২২

মঙ্গলগ্রহের (Mars) পৃষ্ঠদেশের একটি চমৎকার ছবি শেয়ার করেছে ইউরোপীয় স্পেস মঙ্গলগ্রহের (Mars) পৃষ্ঠদেশের একটি চমৎকার ছবি শেয়ার করেছে ইউরোপীয় স্পেস এজেন্সি (European Space Agency)। সেই সঙ্গে বিস্তারিত ভাবে এও জানানো হয়েছে লালগ্রহের পৃষ্ঠদেশে বায়ুপ্রবাহ ঠিক কীভাবে প্রভাব ফেলে। বলা ভাল, বায়ুর প্রভাবে মঙ্গলগ্রহের পৃষ্ঠদেশে (Mars Surface) কীভাবে এবং কী কী ভাস্কর্য তৈরি হয়, সেটাই এই ছবিতে দেখা গিয়েছে। লালগ্রহের দক্ষিণ ভাগের হাইল্যান্ড বা উচ্চ এলাকায় রয়েছে Hooke Crater। এই গহ্বর অঞ্চল দেখা গিয়েছে ইউরোপীয় স্পেস এজেন্সির শেয়ার করা ছবিতে। অরবিট থেকে ইএসএ এবং Roscosmos’ ExoMars Trace Gas Orbiter (TGO)– র মাধ্যমে এই ছবি তোলা হয়েছে। এই ছবিতে যে কৃত্রিম রঙ দেখা গিয়েছে সেগুলো TGO– র CaSSIS ক্যামেরার মাধ্যমে ব্যবহৃত হয়েছে। এর ফলে লালগ্রহের পৃষ্ঠদেশের খনিজ উপাদান ইনফ্রারেড ওয়েভ লেংথে দেখা গিয়েছে। আসলে অত্যন্ত পাতলা বায়ুমণ্ডল, শক্তিশালী বায়ুপ্রবাহ এবং প্রচুর পরিমাণে ধুলো একত্রিত হয়ে মঙ্গলগ্রহের উপর বিভিন্ন প্রাকৃতিক গঠন তৈরি করে।

ইউরোপীয় স্পেস এজেন্সি বা ইএসএ, এই ছবি শেয়ার করেছে ইনস্টাগ্রামে।