মঙ্গলের বুকে ২৯তম উড়ানের প্রস্তুতি ইনজেনিউনিটি হেলিকপ্টারের

মঙ্গলের বুকে ২৯তম উড়ানের প্রস্তুতি ইনজেনিউনিটি হেলিকপ্টারের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ জুন, ২০২২

পৃথিবীর বাইরে অন্য কোনও গ্রহে যে হেলিকপ্টার সফলভাবে উড়েছে সেটি নাসার ইনজেনিউনিটি। মঙ্গলের অচেনা ও অজানা পরিবেশে সফলভাবে টিকে থাকার পাশাপাশি উড়ানেও সফল এই হেলিকপ্টার। এবার তার ২৯তম উড়ানের প্রস্তুতি শুরু হয়েছে। নতুন উড়ান শুরু করার আগে নাসা এর একটি সাদা-কালো ভিডিও শেয়ার করেছে। ভিডিওটিতে এই হেলিকপ্টারের দীর্ঘতম উড়ানের প্রস্তুতি দেখানো হয়েছে। গত ৮ এপ্রিল এই হেলিকপ্টার তার ২৫তম উড়ানের সময় মঙ্গলের বুকে প্রায় ৭০৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। উড়ানের সময় হেলিকপ্টারের গতিবেগ ছিল সেকেন্ডে ৫.৫ মিটার। মঙ্গল পৃষ্ঠের ৩৩ মিটার ওপর দিয়ে হেলিকপ্টারটি উড়েছে। হেলিকপ্টারের ভেতরে থাকা নেভিগেশন ক্যামেরার সহায়তায় ভিডিওটি তোলা হয়েছিল। ১০ মিটার উচ্চতায় পৌঁছনোর পর মঙ্গলের দক্ষিণ-পশ্চিমে এগিয়েছিল এই হেলিকপ্টার। ইতিমধ্যে মঙ্গলে এক বছর কাটিয়ে দিয়েছে ইনজেনুইনিটি। মঙ্গলে তার সময়সীমাও বাড়ানো হয়েছে। এবছরের সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলে কাজ করবে এই হেলিকপ্টারটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 15 =