মস্তিষ্কের ওপর গাঁজার প্রভাব

মস্তিষ্কের ওপর গাঁজার প্রভাব

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ ফেব্রুয়ারী, ২০২৫

জামা নেটওয়ার্ক ওপেন-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে ১০০০ জনেরও বেশি ২২-৩৬ বছর বয়সী তরুণের কাজের সময় মস্তিষ্কের কার্যকারিতার উপর গাঁজা ব্যবহারের প্রভাব নিয়ে পরীক্ষা করা হয়েছে। গবেষকরা দেখেছেন পুরোনো গাঁজাখোরদের এবং সাম্প্রতিক ব্যবহারকারীদের স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা নানা কাজের সময় পেয়েছে। এই হ্রাসপ্রাপ্ত কার্যকলাপ স্মৃতিশক্তির কর্মক্ষমতা হ্রাসের সাথে সম্পর্কিত, কারণ সেটা নানা তথ্য মনে রাখার এবং সমস্যা সমাধানের মতো ক্ষমতাগুলিকে প্রভাবিত করে।
গবেষণাপত্রটির লেখক জোশুয়া গোউইন এটির সম্ভাব্য ঝুঁকি এবং সুবিধা সম্পর্কে ব্যবহারকারীদের ওয়াকিবহল করার জন্য স্বাস্থ্যের উপর গাঁজার প্রভাব বোঝার গুরুত্বের উপর জোর দিয়েছেন।
গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা তাদের জীবদ্দশায় ১০০০ গাঁজা ব্যবহার করেছেন তাদের অতিরিক্ত ব্যবহারকারী , ১০ থেকে ৯৯৯ বার ব্যবহারকারীদের মাঝামাঝি এবং ১০বারের কম ব্যবহারকারীকে অব্যবহারকারী হিসেবে চিহ্নত করা হয়েছে । বিজ্ঞানীরা মস্তিষ্কের স্ক্যান (এআরআই) ব্যবহার করে গাঁজা কীভাবে মস্তিষ্ককে প্রভাবিত করে তা অধ্যয়ন করেছেন। তারা অংশ গ্রহণকারীদের সাতটি ভিন্ন চিন্তাভাবনার কাজ করতে বলেছিলেন, যেমন জিনিস মনে রাখা, পুরস্কৃত বোধ করা, আবেগ নিয়ন্ত্রণ, ভাষার ব্যবহার, নড়াচড়া করা যেমন আঙুলে টোকা দেওয়া, নানা সম্পর্ক বোঝা এবং অন্যরা কী ভাবছে তা নিয়ে চিন্তা করা। তারা দেখেছেন যে যেসব কাজে স্মৃতি ব্যবহার করতে হয় সেসব কাজের সময় গাঁজা স্পষ্টত মস্তিষ্কের কার্যকলাপকে প্রভাবিত করে। যারা সম্প্রতি গাঁজা খেতে শুরু করেছেন এবং যারা অতীতে এটি ব্যবহার করেছেন তাদের উভয়ের ক্ষেত্রেই এটি সত্য।

গবেষকরা জানিয়েছেন, ‘গাঁজা কীভাবে চিন্তাভাবনার দক্ষতাকে প্রভাবিত করে তা নিয়ে গবেষণার জন্য আমরা অত্যন্ত কঠোর মানদণ্ড ব্যবহার করেছি। আমরা সাতটি ভিন্ন চিন্তাভাবনার দক্ষতা পরীক্ষা করেছি এবং আমাদের ফলাফল সঠিক কিনা তা নিশ্চিত করার জন্য একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করেছি। যদিও কিছু পরীক্ষায় সমস্যার ইঙ্গিত পাওয়া গেছে, শুধুমাত্র কার্যকরী স্মৃতি পরীক্ষায় গাঁজা ব্যবহারের সাথে একটি স্পষ্ট যোগসূত্র দেখা গেছে।’ তাঁরা
লক্ষ্য করেছেন যে অতিরিক্ত গাঁজা ব্যবহার করলে স্মৃতির কার্যকলাপের সময় নির্দিষ্ট কিছু অঞ্চলে ( যেমন ডরসোল্যাটেরাল প্রিফ্রন্টাল কর্টেক্স, ডরসোমেডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্স এবং অ্যান্টিরিয়র ইনসুলার ) মস্তিষ্কের কার্যকলাপ হ্রাস পায় । এই অঞ্চলগুলি সাধারণত সিদ্ধান্ত গ্রহণ, স্মৃতি, মনোযোগ এবং আবেগের মতো বিষয়গুলির জন্য গুরুত্বপূর্ণ।

গোউইনের গবেষণা আরও ইঙ্গিত দেয় যে জ্ঞানসম্পর্কিত কাজের আগে গাঁজা এড়িয়ে চললে কর্মক্ষমতা বৃদ্ধি পেতে পারে। তবে, তিনি সতর্ক করে দেন যে হঠাৎ করে গাঁজা ব্যবহার বন্ধ করলে চিন্তাভাবনার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, তাই ধীরে ধীরে এর ব্যবহার কমাতে হবে।
গোউইন বলেন মস্তিষ্কের উপর গাঁজার প্রভাব সম্পূর্ণরূপে বোঝার জন্য আরও গবেষণা প্রয়োজন। গাঁজা ব্যবহারের ফলে সরাসরি মস্তিষ্কের কার্যকারিতা বদলায় কিনা, এবং বদলালেও তার প্রভাব কতক্ষণ স্থায়ী হয় এবং বিভিন্ন বয়সের গোষ্ঠী কীভাবে প্রভাবিত হয় তা নির্ধারণের জন্য , দীর্ঘমেয়াদী গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + nineteen =