মহাকাশ আবর্জনা ধেয়ে আসছে পৃথিবীর দিকে

মহাকাশ আবর্জনা ধেয়ে আসছে পৃথিবীর দিকে

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২৮ জুলাই, ২০২২

সুবিশাল মহাকাশ আবর্জনা পৃথিবীর বুকে আছড়ে পড়তে চলেছে। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, খুব সম্প্রতি লঞ্চ হওয়া চাইনিজ রকেট যাতে প্রায় 25 টনের স্পেস জাঙ্ক বা মহাকাশ আবর্জনা রয়েছে, তাই পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে আগামী ৩১ জুলাই।
মার্কিন অ্যারোস্পেস কর্পোরেশনের বিশেষজ্ঞরা সেন্টার ফর অরবিটাল অ্যান্ড রিনট্রি ডার্বিস স্টাডিজ় থেকে জানিয়েছেন, স্পেস জাঙ্কটি উচ্চতায় প্রায় 53.6 মিটার। গত 24 জুলাই লং মার্চ 5G লঞ্চের সময়ই এই বিরাট পরিমাণ মহাকাশ আবর্জনার সৃষ্টি হয়েছে বলে তারা আরও দাবি করেছেন। চিনের তিয়াংগং স্পেস স্টেশন থেকে ওই রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল। জানা গিয়েছে, ৩১ জুলাই ওই বিরাট পরিমাণ স্পেস জাঙ্ক খুবই অনিয়ন্ত্রিত ভাবে পৃথিবীর উপরে আছড়ে পড়তে চলেছে। এই ধ্বংসাবশেষ মূলত যে যে জায়গায় পড়তে চলেছে তার মধ্যে রয়েছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজ়িল এবং দক্ষিণপূর্ব এশিয়া। অ্যারোস্পেস ঠিক এই দেশগুলির কথাই জানিয়েছে।
লঞ্চের সময় লং মার্চ 5B-র প্রথম পর্যায়টি ডাউনরেঞ্জে পড়ার পরিবর্তে অর্বিটাল ভেলোসিটিতে পৌঁছে গিয়েছিল। গবেষকরা দাবি করছেন, এটাই আসলে কমন প্র্যাকটিস। এর ফলে ফাঁকা রকেট বডি পৃথিবীর চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে চলে আসে। সেটিই পরবর্তীতে অনিয়ন্ত্রতি ধ্বংসাবশেষ হিসেবে পৃথিবীর উপরে আছড়ে পড়তে চলেছে। কর্ডস বিশেষজ্ঞদের তরফে জানানো হয়েছে যে, তাঁরা এই স্পেস জাঙ্ক আছড়ে পড়ার বিষয়টি ট্র্যাক করছেন।
এই ধরনের স্পেস জাঙ্ক আছড়ে পড়ার ঘটনা ঘটেছিল ২০২০ এবং ২০২১ পরপর দুই বছরই।