মহাকাশ থেকে প্রথম পৃথিবীর ফোর-কে ‘সেলফি’ ভিডিও

মহাকাশ থেকে প্রথম পৃথিবীর ফোর-কে ‘সেলফি’ ভিডিও

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১ জুলাই, ২০২২

ন্যানো অ্যাভোনিকস। একটি মহাকাশ প্রযুক্তি সংস্থা। প্রথমবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করল মহাকাশ থেকে পৃথিবীর ‘সেলফি’! একটি সেলফি স্টিকের ওপর একটি ফোর-কে ক্যামেরা রেখে পৃথিবীর ‘সেলফি’। স্বাভাবিকভাবেই প্রকাশিত এই ছবিকে ঘিরে বৈজ্ঞানিকদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। সেলফি স্টিকটি রাখা হয়েছিল সংস্থার এমপি-৪২ মাইক্রো-স্যাটেলাইটের ওপর। মাইক্রো-স্যাটেলাইটটি তখন গ্রেট ব্যারিয়ার রিফ ও কোরাল সমুদ্রের ৫৫০ কিলোমিটার ওপর দিয়ে যাচ্ছিল। একমাত্র গ্রেট ব্যারিয়ার রিফকেই মহাকাশ থেকে দেখা যায়! আর ভিডিওটি তোলার সময় মাইক্রোস্যাটেলাইটটি অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব কোণের ওপর দিয়ে ঘুরছিল। চাঁদ তখন ওই খুদে উপগ্রহ থেকে ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার দূরে।