মহাকাশ পর্যটনে বৈচিত্র্যের মধ্যে ঐক্য

মহাকাশ পর্যটনে বৈচিত্র্যের মধ্যে ঐক্য

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ জুন, ২০২২

আবার মহাকাশ পর্যটন। স্পেস এক্স বা রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালাক্টিকের মত এবার পর্যটনে যাবে ব্লু অরিজিন আয়োজিত একটি রকেট। আগামী শনিবার টেক্সাস থেকে নিউ শেফার্ড রকেটে চেপে ৬জন পর্যটক ১০ মিনিটের জন্য ১০৬ কিলোমিটার উচ্চতায় পৌঁছবেন। ১০ মিনিট পর তাদের মরুভূমিতে প্যারাট্রুপিং করে নামানো হবে। স্পেস এক্স বা ভার্জিন গ্যালাক্টিকের উদ্যোগে এর আগেও মহাকাশে পর্যটন হয়েছে। কিন্তু ব্লু অরিজিনের মহকাশ সফরের বৈশিষ্ট্য ৬জন পর্যটকই মার্কিন নন। এদের মধ্যে রয়েছেন মেক্সিকোর ২৬ বছর বয়সী কাতিয়া এছারেতা। পেশায় ইঞ্জিনিয়ার। তার আক্ষেপ, শৈশব থেকেই মহাকাশে যাওয়ার স্বপ্নকে পরিবার ও বন্ধুবান্ধবরা নিরুৎসাহিত করে গিয়েছেন। এবার সেই স্বপ্ন পূরণ হওয়ার পথে। মেক্সিকো থেকে প্রথম মহিলা হিসেবে কাতিয়ার মহকাশে যাওয়া। এখনও পর্যন্ত মহাকাশে যাওয়া সর্বকনিষ্ঠ মহিলাদের তালিকায় কাতিয়া-র নাম ঢুকে পড়েছে। ১০০টি দেশের সাত হজার আবেদনকারীদের মধ্যে তিনি সুযোগ পেয়েছেন। কাতিয়া ছাড়াও আরও একজন পর্যটক ব্রাজিলের। তার নাম ভিক্তর কোরেয়া এস্পানা। ব্লু অরিজিনের তরফে জানানো হয়েছে, শুধু আমেরিকা নয়, মেক্সিকো বা ব্রজিলের মত উন্নয়নশীল দেশ থেকেও পর্যটক মহাকাশে যেতে পারেন। তাই এই সফরকে ব্লু অরিজিন বলছে ‘স্পেস ফর অল’!