মহাকাশ স্টেশনের বিপদ কাটেনি

মহাকাশ স্টেশনের বিপদ কাটেনি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ নভেম্বর, ২০২১

রাশিয়ার ক্ষেপনাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যাওয়া উপগ্রহের ধ্বংসাবশেষ এখনও ভেসে বেড়াচ্ছে মহাকাশে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি জানাচ্ছে,
পৃথিবীকে মহাকাশ স্টেশনের প্রদক্ষিণের পথে রয়েছে গুঁড়িয়ে যাওয়া উপগ্রহের কম করে দেড় থেকে দু’হাজার টুকরো। টুকরোগুলির গতিবেগ এখন ঘণ্টায় প্রায় সাড়ে ২৭ হাজার কিলোমিটার। আর সেগুলি ছুটে বেড়াচ্ছে দিগ্বিদিশূন্য হয়ে। প্রদক্ষিণের সময় তারা কোন পথ ধরবে, তা আগেভাগে আঁচ করাও খুবই কঠিন কাজ। টুকরোগুলির বেশির ভাগই বেশ বড় আকারের। রয়েছে মাঝারি ও ছোট আকারের প্রচুর টুকরোও। এগুলিকে বলে ‘স্পেস ডেব্রি’ বা ‘স্পেস জাঙ্ক’। অর্থাৎ মহাকাশের আবর্জনা। কোনও বড় টুকরোকে পাশ কাটাতে গিয়ে কোনও মাঝারি বা ছোট টুকরোর পথে পড়ে যেতে পারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। তাদের আঘাতে যে কোনও মুহূর্তে ফুটো হয়ে যেতে পারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। সেগুলির আঘাতে মৃত্যু হতে পারে মহাকাশ ভ্রমণে বেরনো মহাকাশচারীদের। তাই এখন আপ্রাণ চেষ্টা চলছে ওই মহাকাশ স্টেশন বাঁচানোর।