মহাকাশযান পোঁছে গেলেও সুনীতা উইলিয়ামসদের পৃথিবীতে ফিরতে অনেক দেরি

মহাকাশযান পোঁছে গেলেও সুনীতা উইলিয়ামসদের পৃথিবীতে ফিরতে অনেক দেরি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ অক্টোবর, ২০২৪

বোয়িং-এর স্টারলাইনার মহাকাশযানে হিলিয়াম গ্যাস লিক করার জন্য ইন্টারন্যাশানাল স্পেস স্টেশনে (আইএসএস) অপ্রত্যাশিতভাবে সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে আটকে থাকতে হয়েছিল। সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য, স্পেসএক্স ক্রু -9 মিশনে, নাসা মহাকাশচারী নিক হেগ এবং রোসকসমস মহাকাশচারী আলেকজান্ডার গরবুনভকে পাঠানো হয়েছে। এই মহাকাশযানে সাড়ে আট মাস যাবত আটকে থাকা মহাকাশচারীদের জন্য পর্যাপ্ত খাবার দাবার ও দুটো খালি সিট রাখা হয়েছে। রবিবার ইন্টারন্যাশানাল স্পেস স্টেশনে (আইএসএস) স্পেসএক্স ড্রাগন মহাকাশযানের সফল ডকিং সত্ত্বেও, নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস অবিলম্বে পৃথিবীতে ফিরে আসতে পারছেন না। সুনীতাদের বাড়ি ফিরতে এখনও কয়েক মাস বাকি। সবকিছু ঠিক থাকলে তাদের ফেরা ফেব্রুয়ারী ২০২৫-এ নির্ধারিত করা হয়েছে।
এই বর্ধিত সময়ের কিছু কারণ রয়েছে। আইএসএসে কাজকর্ম চালু রাখার জন্য নাসা ক্রু রোটেশন লজিস্টিকস, ব্যবস্থা করেছে। তাই কর্মচারীদের ডিউটি থেকে অবিলম্বে ফেরানো হলে, আইএসএস-এ কম কর্মচারীর জন্য কাজের সময়সূচী ব্যাহত হবে। সুনীতা উইলিয়ামস বর্তমানে নানা পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা প্রকল্পের সাথে জড়িত। এর জন্য বৈজ্ঞানিক মিশনের ধারাবাহিকতা বজায় রাখতে, তার দক্ষতা এবং স্টেশনে উপস্থিতি প্রয়োজন। নাসা সুনীতা উইলিয়ামসদের আইএসএস-এ, এই অতিরিক্ত থাকার সময় সুষ্ঠুভাবে ব্যয় করে অতিরিক্ত বৈজ্ঞানিক কাজ এবং রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করার দিকে নজর দিয়েছে। এছাড়াও দায়িত্ব সঠিকভাবে হস্তান্তর করা বা ফিরতি যাত্রার জন্য মহাকাশচারীদের প্রস্তুতির সময় প্রয়োজন। এর মধ্যে রয়েছে পৃথিবীতে পুনঃপ্রবেশের জন্য ও মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি কাটিয়ে উঠে পৃথিবীর মাধ্যাকর্ষণকে শারীরিকভাবে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে শরীরকে পুনর্বিন্যাস করা। সুনীতা উইলিয়ামসদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সতর্ক পরিকল্পনা ও প্রস্তুতি প্রয়োজন। বিশেষত অল্প সময়ের থাকা অপ্রত্যাশিত কারণে সম্প্রসারিত হওয়াতে সতর্কতা জরুরি। আমরা পৃথিবীবাসীরা সুনীতা উইলিয়ামসের সুস্থভাবে ফেরার দিকে চেয়ে র‍্যেছি। কিন্তু, এই অসাধারণ মহিলা অপ্রত্যাশিত পরিস্থিতিতে তার মানিয়ে নেওয়ার ক্ষমতার চূড়ান্ত প্রমাণ দিয়েছেন। বর্ধিত সময়ে আটকে থাকাকালীন সুনীতা উইলিয়ামস তার নেতৃত্বদানের দক্ষতা দেখিয়ে আইএসএস-এর কমান্ড গ্রহণ করেছেন।