মহাকাশে গেল কাবাব

মহাকাশে গেল কাবাব

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ এপ্রিল, ২০২২

তুরস্কের একটি রেস্তোঁরা থেকে মহাকাশে পাঠানো হয়েছে কাবাব। সঙ্গে স্যালাড। জানা গিয়েছে রুশ নভোশ্চর ইউরি গ্যাগারিনের প্রথম স্পেস ফ্লাইটের ৬১ বছর উদযাপন উপলক্ষে মহাকাশে পাঠানো হয়েছে কাবাব। নেট দুনিয়ায় ইতিমধ্যে মহাকাশে কাবাব পাঠানোর ছবি ভাইরালও হয়েছে। একটি বিশাল হিলিয়াম গ্যাস ভরা বেলুনের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল কাবাব ও স্যালাড রাখা একটি ট্রে। সেখানে রাখা ছিল একটি ক্যামেরা আর তুরস্কের পতাকা। মজার কথা, আকাশে ৩৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ওই গ্যাস বেলুনটির সঙ্গে উড়েছিল কাবাবটি। তারপর তার ঠাঁই হয়েছিল ভূমধ্যসাগরে! আবার সেই কাবাবটি পাওয়াও গিয়েছে মাঝ সাগর থেকে! ইউরি গ্যাগারিন ১৯৬১-র ১২ এপ্রিল ভোস্তক-১ ক্যাপসুলে চড়ে পৃথিবীর একটি কক্ষপথের প্রদক্ষিণ সম্পন্ন করেছিলেন।