মহাকাশে তালাচাবি? – তেমনই দেখল হাবেল টেলিস্কোপ

মহাকাশে তালাচাবি? – তেমনই দেখল হাবেল টেলিস্কোপ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ অক্টোবর, ২০২২

ওরিয়ন নক্ষত্রপুঞ্জের ভেতর, একাধিক তারার জোট ভি ৩৮০ ওরিয়নিস নামে খ্যাত। এবার মহাকাশের সেই এলাকাতেই তালার ফুটো দেখতে পেয়েছে হাবেল স্পেস টেলিস্কোপ। কিন্তু চাবিটা কই?
মহাকাশের ঐ ভুতুড়ে জিনিসটার ভালো নাম এনজিসি ১৯৯৯, বিজ্ঞানীরা মজা করে বলেন ‘কসমিক কি-হোল’। আমাদের গ্রহ থেকে দূরত্ব ১৩৫০ আলোকবর্ষ। ওরিয়ন নেবুলার কাছাকাছি এটা। যদিও ঐ কি-হোল অবস্থান করছে রিফ্লেকশান নামের অন্য এক নেবুলার মাঝে।
ঐ রিফ্লেকশান নেবুলার মাঝখানেই একটা বড়ো ফাঁক। একটা শূন্যস্থান বলা চলে। প্রথমে মহাকাশবিজ্ঞানীরা ভেবেছিলেন একটা ঘন ঠাণ্ডা গ্যাসের স্তর যা কিনা বক গ্লোবিউল নামে পরিচিত। এই বক গ্লোবিউল গ্যাসের অণু আর ধূলিকণা দিয়ে তৈরি যা পেছনের আলো আসতে দেয় না সামনে। ফলে বিশেষ এলাকাটা ফাঁকা অন্ধকার মনে হয়।
কিন্তু এখনও বিজ্ঞানীরা নিশ্চিত নন যে অদ্ভুতুড়ে ঐ বস্তুটা ঠিক কী। যদি কল্পবিজ্ঞানের কোনও চলচ্চিত্র হত, তাহলে অনায়াসে দেখানো যেত ঐ তালার গর্তের মতো জায়গাটা দিয়ে সুড়সুড় করে ঢুকে পড়ছে এলিয়েনের দল। যেন অন্য কোনও ব্রহ্মাণ্ডের সাথে সংযোগের রাস্তা ওটা।
ইউরোপিয়ান স্পেস এজেন্সির তত্ত্বাবধানে হার্সেল স্পেস অবজারভেটরি থেকে টানা নজরদারি চালানো হবে ঐ কসমিক কি-হোলের উপর। অনেকগুলো শক্তিশালী অত্যাধুনিক ক্যামেরা আর টেলিস্কোপ ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। তালাচাবির রহস্য হয়তো শিগগির খুলে যাবে।