মহাপর্বত ধ্বংসের সঙ্গে জড়িয়ে প্রাণের ইতিহাস

মহাপর্বত ধ্বংসের সঙ্গে জড়িয়ে প্রাণের ইতিহাস

বিজ্ঞানভাষ
Posted on ৯ ফেব্রুয়ারী, ২০২২

আর্থ অ্যান্ড প্ল্যানেটরি সায়েন্স বিজ্ঞান পত্রিকায় সম্প্রতি প্রকাশিত নতুন এক গবেষণা থেকে জানা গিয়েছে, টেকটনিক প্লেটের সঞ্চালন এবং তাদের বিচ্ছিন্নতার পরই পৃথিবীর বুকে সৃষ্টি হয়েছিল হিমালয়ের মত পর্বতমালা। কিন্তু তার আগেও ছিল পর্বতমালা। মাটির ভেতর থেকে পাওয়া নানারকমের খনিজদ্রব্য বিশ্লেষণ করার পর অষ্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী জানিয়েছেন সেই পর্বতগুলো ছিল এত বিশাল যে তাদের মহাপর্বত না বলে উপায় নেই। এরকম দুটি মহাপর্বতের সন্ধান বিজ্ঞানীরা এখনও পর্যন্ত পেয়েছেন। প্রাচীন গন্ডোয়ানা ল্যান্ডের ওপর এরকম এক মহাপর্বতের বিস্তার ছিল ৮ হাজার কিলোমিটারেরও বেশি অঞ্চল জুড়ে। আর তাদের এক একটি পর্বতশৃঙ্গের উচ্চতা ছিল মাউন্ট এভারেস্টের চেয়েও তিন গুণ বেশি! এই মহাপর্বতদের মধ্যে একটির বয়স ২ বিলিয়ন বছর। অন্যটির বয়স প্রায় ৫৪০ বিলিয়ন বছর। বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা গিয়েছে, পৃথিবীতে প্রথম জীবকোষের আবির্ভাব হয়েছিল প্রথম মহাপর্বতটি ধ্বংস হওয়ার পর আর দ্বিতীয় মহাপর্বত ধ্বংস হওয়ার আগে থেকে পৃথিবীতে জন্ম নেওয়া শুরু করেছিল বর্তমানের প্রাণীবর্গগুলোর।