মাকড়সার নামকরণ জগদীশচন্দ্রের নামে

মাকড়সার নামকরণ জগদীশচন্দ্রের নামে

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ১৪ আগষ্ট, ২০২২

আচার্য জগদীশচন্দ্র বোসের নামে নামকরণ হল এক বিরল প্রজাতির মাকড়সার। যেটি সদ্য আবিষ্কৃত হয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। তার নাম দেওয়া হয়েছে হেলিগমোমেরাস জগদীশচন্দ্র।
এর আগে হেলিগমোমেরাস গনের ১৩ রকমের প্রজাতির মাকড়সার দেখা মিলেছিল আফ্রিকা এবং ভারতবর্ষ জুড়ে। হেলিগমোমেরাস জগদীশচন্দ্র হলো চতুর্দশ। এই আবিষ্কারের পিছনে প্রধান ভূমিকা নিয়েছেন কেশপুর কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক সুমন প্রতিহার ও ছাত্রী জুলিয়া খাতুন। দিল্লির ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয় সঙ্গে যৌথভাবে এই গবেষণা চালিয়েছেন মেদিনীপুরের এই দুই গবেষক। উত্তর আমেরিকা থেকে প্রকাশিত মাকড়সা বিষয়ক আন্তর্জাতিক গবেষণা পত্রে চলতি মাসেই প্রকাশিতও হয়েছে সেটি।
এই মাকড়সা অবশ্য আর পাঁচটি সাধারণ মাকড়সার মতো নয়। যা জাল বোনে। তা আপনার ঘরের কোনে হোক বা পোড়ো বাড়িতে, জঙ্গলে। এগুলি একটু অন্য ধরণের। আর্মড ট্র্যাপডোর স্পাইডার। এরা মূলত মাটির তলায় গর্ত করে থাকে। গর্তের মুখে বিশেষভাবে মাটি দিয়ে তৈরি করে একটা ঢাকনা। যাকে দরজাও বলা যায়। যে দরজা ঠেলে তবেই গর্তে প্রবেশ করা যায়। বন্ধ অবস্থায় বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই তার ভেতরে কোনও প্রাণী রয়েছে। মাকড়সা গুলো মাটিতে গর্ত করে বাসা তৈরি করে এবং গর্তের মুখ ছোট্ট একটি ঢাকনার মতো অংশ দিয়ে বন্ধ করে দেয়। তাই এদের ট্র্যাপডোর স্পাইডার বলে। স্ত্রী মাকড়সা আকারে বেশ বড়। কিন্তু পুরুষ বেশ ছোট এবং দেখা পাওয়া দুষ্কর।