মাঙ্কিপক্স বাড়ছে ভারতে

মাঙ্কিপক্স বাড়ছে ভারতে

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ৭ আগষ্ট, ২০২২

করোনার মতো মাঙ্কিপক্সও কি মহামারী হয়ে উঠবে? এই চিন্তাই বাড়ছে স্বাস্থ্যমন্ত্রকের। বিশ্বের ৮০টি দেশে মাঙ্কিপক্স ভাইরাস থাবা বসিয়েছে। ভারতেও সংক্রমিতের সংখ্যা বেড়ে চলেছে। দিল্লি ও কেরলেই এখনও পর্যন্ত আক্রান্তের খোঁজ মিলেছে। দিল্লিতে গতকালই এক নাইজেরীয়র শরীরে মাঙ্কিপক্সের জীবাণু মিলেছিল। আজ বৃহস্পতিবার ফের এক মহিলার শরীরে পাওয়া গেল জীবাণু। তাঁর আবার সাম্প্রতিক সময়ে বিদেশ ভ্রমণের ইতিহাসও আছে।
ধূম জ্বর ও সারা শরীরে ব়্যাশ নিয়ে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই মহিলাকে। এখন সেখানেই আলাদা ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন। ওই মহিলা আর কতজনের সংস্পর্শে এসেছিলেন তা জানা যায়নি। সূত্রের খবর, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন মহিলা। তাঁর ত্বকেও ব়্যাশ বেরোতে দেখা যায়। তারপরেই মাঙ্কিপক্সের জন্য তাঁর নমুণা পরীক্ষা করা হলে বুধবার রিপোর্ট পজিটিভ আসে।
এদিকে গতকালই ৩৫ বছরের এক ব্যক্তিকে এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর শরীরেও মাঙ্কিপক্সের জীবাণু পাওয়া গেছে। তবে এখন তিনি অনেকটাই সুস্থ বলে জানা গেছে। মাঙ্কিপক্স প্রতিরোধে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। কোভিড রুখতে যে সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থাগুলির উপর এতদিন জোর দেওয়া হত মাঙ্কিপক্স ঠেকাতেও তেমনই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিমানবন্দরগুলিতে স্ক্রিনিং চালু করা হয়েছে। টেস্টের ওপর জোর দেওয়া হচ্ছে।
গুটিবসন্ত যে গোত্রের ভাইরাস থেকে হয় মাঙ্কিপক্সও সেই গোত্রেরই। এই ভাইরাসের সংক্রমণেও জ্বর, সারা গায়ে বড় বড় ফোস্কার মতো র্যা শ বের হবে। ত্বক শুকিয়ে খসখসে হয়ে যাবে, প্রচণ্ড চুলকানি, জ্বালা হবে র্যা শের জায়গায়।