মানবদেহেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক!

মানবদেহেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ মার্চ, ২০২২

মাইক্রোপ্লাস্টিক সর্বত্র। মাউন্ট এভারেস্টের শিখর থেকে প্রশান্ত মহসাগরের সাত মাইল অতল গভীর, মারিয়ানা ট্রেঞ্চেও! এবার সেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে মানুষের শরীরেও! নেদারল্যান্ডসের আমস্টারডামে ভ্রিজে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা রক্ত পরীক্ষা করতে গিয়ে দেখেছেন ৮০ শতাংশের শরীরে ঢুকে পড়েছে বিপজ্জনক মাইক্রোপ্লাস্টিক! তার মধ্যে ৪০ শতাংশের শরীরে রয়েছে আরও বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক, পেট। আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা জার্নাল এনভায়র্নমেন্টে প্রকাশিত গবেষণা থেকে জানা গিয়েছে এই উদ্বেগজনক তথ্য। প্লাস্টিকের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা বাতাসে ভেসে বেড়ায়। সেই কণাগুলির মধ্যে বহু রাসয়নিক পদার্থ থাকে। মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে এই রাসয়নিক পদার্থগুলো প্রবেশ করলে বহুদিন পর্যন্ত থেকে যায় এবং ক্রমশ সেই অঙ্গগুলির স্বাভাবিকতা নষ্ট হয়ে যায়। ২০২১ পর্যন্ত প্রত্যেক বছর পৃথিবীতে গড়ে ৩৮ কোটি টন প্লাস্টিক উৎপন্ন হয়েছে। সমীক্ষা বলছে আগামী ২০ বছরে প্লাস্টিকের উৎপাদন দ্বিগুণ হয়ে যাবে।