মানুষের যোগ্য বন্ধু হতে টেসলা নিয়ে এলো নতুন রোবট অপটিমাস

মানুষের যোগ্য বন্ধু হতে টেসলা নিয়ে এলো নতুন রোবট অপটিমাস

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ৭ ফেব্রুয়ারী, ২০২৩

অপটিমাস, এলন মাস্কের কোম্পানি টেসলার তৈরি মানুষের ধাঁচের রোবট। প্রাথমিক বিদ্ধিবদ্ধ পরীক্ষার পরে রোবট তৈরির কাজ গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল। ক্যালিফোর্নিয়ার পালো অল্টোতে টেসলা দপ্তরেই পৃথিবীর সাথে অপ্টিমাসের পরিচয় করালেন এলন মাস্ক।
পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে মঞ্চের সামনে মানুষের দিকে এগিয়ে গেল অপ্টিমাস। তারপর পাশে দাঁড়িয়ে থাকা টেসলার কর্ণধার এলন মাস্কের দিকে একবার হাত নাড়ল ঐ নতুন রোবট।
মাস্ক জানিয়েছেন, এই বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক সংস্থা কয়েক লক্ষ অপ্টিমাস তৈরি করতে পারে। দাম পড়তে পারে বিশ হাজার মার্কিন ডলার। যা টেসলার জনপ্রিয় কিছু বৈদ্যুতিন গাড়ির থেকেও দামে কম।
আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে অপ্টিমাসকে বাড়ির কাজের লোক বা সহকারীর ভূমিকায় পেতে ক্রেতারা অর্ডার করতে পারবেন। যদিও মাস্ক আরও বলছেন, অপটিমাসকে উন্নততর করে তুলতে আর তার কার্যক্ষমতা হাতেনাতে প্রমাণ করতে আরও জরুরি পদক্ষেপ বাকি।