মারে ক্রেফিশকে তার পুরোনো জায়গায় ফেরানো সম্ভব হল

মারে ক্রেফিশকে তার পুরোনো জায়গায় ফেরানো সম্ভব হল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩১ জানুয়ারী, ২০২৫

মারে ক্রেফিশ অস্ট্রেলিয়ার স্থানীয় স্বাদু জলের ক্রেফিশের একটি প্রজাতি।
অস্ট্রেলিয়ান আল্পসের মারে এবং মুরম্বিজি নদীর প্রধান জলতল থেকে দক্ষিণ অস্ট্রেলিয়ার ওয়েলিংটন পর্যন্ত সর্বত্র এই প্রজাতিটি পাওয়া যায় ।
হাজার হাজার বছর ধরে আদি বিশ্বের লোকেরা টেকসই ভাবে ফসল কাটার ব্যবস্থা করেছিল। কিন্তু পরবর্তীতে ইউরোপীয় বসতি স্থাপনের পর মারে ক্রেফিশ, যা দক্ষিণ মারে-ডার্লিং অববাহিকার একটি প্রজাতি,তা তীব্র বিলুপ্তির সম্মুখীন হয় । মূলত আঠেরোশো সালের শেষের দিকে বাজারীকরণ এবং বাণিজ্যিকভাবে মাছ ধরা এর সংখ্যা হ্রাসের অন্যতম কারণ । এছাড়াও অতিরিক্ত শোষণ, বাঁধ, জলাধার এবং কৃষি দূষণের কারণে তাদের আবাসস্থলের অবক্ষয় প্রজাতিটিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ফলে গত চার দশকের মধ্যে দক্ষিণ অস্ট্রেলিয়ায় স্থানীয়ভাবে এর বিলুপ্তি ঘটেছে।
কয়েক দশকের পরিকল্পনা এবং গবেষণার পর, বিজ্ঞানী এবং নানা সম্প্রদায়ের একটি যৌথ প্রচেষ্টা চলছে নদীতে ক্রেফিশ পুনরায় প্রজননের জন্য। কিন্তু এই মারে ক্রেফিশ ধীরে ধীরে বৃদ্ধি পায়। একটি স্ত্রী ক্রেফিশ যৌন পরিপক্বতায় পৌঁছাতে প্রায় দশ বছর সময় লাগে এবং সে অল্প সংখ্যক ডিম উৎপাদন করতে সক্ষম হয় । তবে, প্রাথমিকভাবে আশা করা হচ্ছে যে সাম্প্রতিক মূল্যায়নের পর শীঘ্রই এটি অস্ট্রেলিয়ার সংরক্ষণ আইনের অধীনে বিলুপ্তির ঝুঁকিযুক্ত প্রজাতি হিসেবে তালিকাভুক্ত হবে। দক্ষিণ অস্ট্রেলিয়ান নদীতে মারে ক্রেফিশ ফিরিয়ে আনার ঘটনা একেবারে নতুন নয়।
অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের দুই পরিবেশবিদ, প্রয়াত কিথ ওয়াকার এবং মাইক গেডেস, উনিশশো নব্বই এর দশকে প্রথম একাজের পরামর্শ দিয়েছিলেন। এমনকি নদীর যে অংশগুলি প্রজাতির বাসস্থানের জন্য উপযুক্ত হবে তা দেখানোর জন্য তারা খাঁচায় ক্রেফিশ রেখে পরীক্ষা পরিচালনা করেছিলেন।
দক্ষিণ অস্ট্রেলিয়ার নদীতে মারে ক্রেফিশের পুনঃপ্রবর্তন কয়েক দশকের অবলুপ্তির পর একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে চিহ্নিত। সাম্প্রতিক বছরগুলিতে বিধ্বংসী ব্ল্যাকওয়াটার ঘটনায় প্লাবনভূমি থেকে পাতার আবর্জনা এবং ধ্বংসাবশেষ নদীতে ভেসে যায়। যা অক্সিজেনের মাত্রা হ্রাস করে মাছ এবং ক্রেফিশের ব্যাপক মৃত্যু ঘটায়। এই ঘটনার পর বিজ্ঞানী,নেচার গ্লেনেলগ ট্রাস্ট সহ নানা পরিবেশ সংক্রান্ত অলাভজনক সংস্থার সম্মিলিত প্রচেষ্টার ফলস্বরূপ এই প্রজাতিটিকে তার ঐতিহাসিক পরিসরে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে । দুহাজার তেইশ সালের শীতকালে প্রথমে মারে ক্রেফিশগুলিকে দক্ষিণ অস্ট্রেলিয়ায় ছেড়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে দুহাজার চব্বিশ সালের শীতকালে আরো দুশো টি ক্রেফিশ ছাড়া হয়। প্রতিবারই কিছু ক্রেফিশকে ট্র্যাকারের সাথে যুক্ত করা হয়েছিল। যা থেকে পরবর্তীতে চিহ্নিত করা ক্রেফিশ গুলিকে নিয়মিতভাবে সনাক্ত করা সম্ভব হয়েছিল। এই উদ্যোগটি কেবল প্রজাতির দীর্ঘমেয়াদী জীবন যাপনেরই আশা জোগায় না উপরন্তু পরিবেশগত সুবিধাও প্রদান করে, কারণ মারে ক্রেফিশ নদী বাস্তুতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এছাড়াও এর
পুনঃপ্রবর্তনের প্রচেষ্টা সাংস্কৃতিক তাৎপর্যও বহন করে, কারণ এই অঞ্চলের ইরাউইরুং জনগণের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ টোটেমিক প্রজাতি। এই প্রকল্পটি, সফল সংরক্ষণ প্রচেষ্টার একটি মডেল হিসেবে উদাহরণ সৃষ্টি করেছে । সহযোগিতার শক্তি স্থানীয় জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব প্রদর্শন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =