মাস্ক, সামাজিক দূরত্বই কমিয়েছে কোভিড

মাস্ক, সামাজিক দূরত্বই কমিয়েছে কোভিড

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ নভেম্বর, ২০২১

এই প্রথম কোনও সমীক্ষায় প্রমাণিত হল যে মাস্ক পরা, ঘন ঘন হাত ধোওয়া এবং সামাজিক দূরত্ব পালনের কাজ সঠিকভাবে করা গেলে করোনা সংক্রমণকে প্রতিহত করা যায়। অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং চিনের একাধিক বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় সমীক্ষকেরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এই গবেষণা জনস্বাস্থ্যমূলক ব্যবস্থাগুলির কার্যকারিতা কতটা তার নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ছিল। যাবতীয় প্রশ্নের জবাব দিয়েছে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের স্টেলা ট্যালিক ও অন্য গবেষকদের

এই যৌথ গবেষণার পরিসংখ্যান। গবেষনাপত্রটি বৃহস্পতিবার ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে। সমীক্ষকেরা জানাচ্ছেন, যেখানে এই সব জনস্বাস্থ্য মূলক ব্যবস্থাগুলি মানুষকে মানতে বাধ্য করা হয়েছে, সেখানে করোনা সংক্রমণের হার কত কম। আর্থিক ভাবেও সেই সব দেশ বা প্রদেশ আর্থিক ভাবে তুলনায় কম ক্ষতিগ্রস্ত হয়েছে। মে সব দেশ এখনও জনস্বাস্থ্য বিধি গুলি যথার্থ ভাবে কার্যকর করতে এখনও দ্বিধাগ্রস্ত অথবা মানুষ এই সব ব্যবস্থায় আস্থা রাখতে ভরসা পাচ্ছেননা, তাঁরা এই সমীক্ষার ফল দেখে এখন মনস্থির করতে পারবেন বলে
সমীক্ষদের মনে হয়েছে‌ । করোনার টীকাদানের প্রভাব এই ব্যবস্থাকে কতটা জোরদার করেছে পরবর্তী সমীক্ষায় সেটা খতিয়ে দেখতে চান সমীক্ষকেরা।

https://www.bmj.com/content/375/bmj-2021-068302