মায়ের থেকেও কোভিড হতে পারে সদ্যোজাতের

মায়ের থেকেও কোভিড হতে পারে সদ্যোজাতের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ মার্চ, ২০২২

মা-ও বিপদের কারণ হয়ে উঠতে পারেন তাঁর সদ্যোজাতের। কোভিড সংক্রমণের ক্ষেত্রে।
মায়ের থেকে শিশুদের দেহে সার্স-কোভ-২ ভাইরাস একেবারেই সংক্রমিত হতে পারে না, এমন ধারণা মোটেই সঠিক নয়। সংক্রমণ হতেই পারে শিশু মাতৃগর্ভে থাকার পর্বে। অথবা জন্মের সময়। বা জন্মের পর। যদি মা এই সময়ে কোভিডে আক্রান্ত থাকেন। শিশুদের সেই আশঙ্কা আরও বাড়ে মা এই সময়ে গুরুতর কোভিডে আক্রান্ত হলে। তখনও পর্যন্ত পরীক্ষা করানো হয়নি বলে মা যা জানতে, বুঝতে পারেননি।
বহু দেশে কোভিডে আক্রান্ত প্রসূতিরা যে শিশুদের জন্ম দিয়েছেন তাদের উপর চালানো একটি বড় মাপের গবেষণা এই উদ্বেগজনক খবর দিয়েছে। গবেষণাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র সঙ্গে যৌথ ভাবে চালিয়েছে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল উইমেন্স হেল্থ। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান গবেষণা পত্রিকা ‘বিএমজে’-তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =