মিগালু কোথায় গেল?

মিগালু কোথায় গেল?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ মার্চ, ২০২৩

স্থানীয় ভাষায় মিগালু কথার অর্থ – ফরসা লোক। কিন্তু অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর সাদা রঙের বিশেষ তিমিকে মিগালু বলে। মেগাপ্টেরা নোভাআংলিয়া – বিজ্ঞানসম্মত নাম, সাধারণ পরিচয়ে অ্যালবিনো হাম্পব্যাক তিমি। ১৯৯১ সালে প্রথম এই বিরল জলচরের হদিশ মেলে। কিন্তু এই নিয়ে টানা দু বছর একটাও মিগালুর দেখা পাওয়া যায়নি। স্বভাবতই মনঃক্ষুণ্ণ আগ্রহী মানুষজন।
এতও বড়ো সমুদ্রে যেকোনো জায়গায় মিগালু লুকিয়ে থাকতে পারে। কিন্তু সবার মুখে একই প্রশ্ন – মিগালু কোথায় গেল? তারপরেই আশাহত কণ্ঠে উঠে আসছে আরেকটা কথা – আর কি কোনোদিন দেখা যাবে সাদা তিমি?
সামুদ্রিক স্তন্যপায়ীদের নিয়ে গবেষণা করেন ডঃ ভেনেসা পিরোত্তা। সিডনীর ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ে উনি কর্মরত। কোন কোন সময় মিগালুর দেখা মিলেছে তা তালিকাভুক্ত করে একটা সময়সারণি উনি বানিয়েছেন। তারপরে ওনার মন্তব্য, মিগালুর এই হঠাৎ বেপাত্তা হয়ে যাওয়া খুব একটা অস্বাভাবিক নয়।
১৯৯১ সালের পর থেকে গত ৩০ বছরের তথ্য থেকে দেখাই যাচ্ছে, প্রত্যেক বছরই যে সাদা তিমি দেখা যাবে এমন কোনও কথা নেই। বরং সময়ের অনেকটা ব্যবধান থাকতেই পারে। ডঃ পিরোত্তা ভরসা দিচ্ছেন দর্শকদের – হয়তো পরের বছরেই মিগালুর দর্শন মিলবে।