মিনেসোটায় তেজস্ক্রিয় লিক, কয়েকমাস পর খবরটা সামনে এলো

মিনেসোটায় তেজস্ক্রিয় লিক, কয়েকমাস পর খবরটা সামনে এলো

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২০ মার্চ, ২০২৩

মিনেসোটায় পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে গত বছরের নভেম্বর মাসে একটা লিক হয়েছিল। ঐ কেন্দ্রের পরিচালক সংস্থা ‘এক্সেল এনার্জি’ গত বৃহস্পতিবার এই মারাত্মক খবরটা প্রকাশ করেছে। দুর্ঘটনার তিন মাসের বেশি সময় পরে।
জলের মধ্যে থাকা তেজস্ক্রিয় ট্রিট্রিয়াম লিক করেছিল। যদিও তেজস্ক্রিয় দূষণ বাইরে ছড়িয়ে পড়েনি। বিদ্যুৎকেন্দ্রের মধ্যেই ক্ষয়ক্ষতিটা সীমাবদ্ধ ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে মিনেসোটা প্রদেশের মিনিয়াপলিস শহরের উত্তরপশ্চিমে এই পারমানবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। যদিও এক্সেল এনার্জির তরফ থেকে কেন এতদিন অপেক্ষা করা হল খবরটা জানাতে তার কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
যদিও সংস্থা জানিয়েছে গত বছর ২২শে নভেম্বর দুর্ঘটনার বিষয়টা জানামাত্রই নিউক্লিয়ার রেগুলেটরি কমিশনকে জানানো হয়েছিল। ঐ প্রদেশের প্রশাসকদেরও খবরটা দেওয়া হয়েছিল সেই সময়েই। এক্সেল এনার্জির সভাপতি ক্রিস ক্লার্ক বলছেন, জনগণের কিংবা পরিবেশের কোনও ক্ষতি যদিও হয়নি কিন্তু এই পরিস্থিতি যাতে ভবিষ্যতে তৈরি না হয় তার জন্যে প্রযুক্তি আরও উন্নততর আর নিরাপদ করা দরকার।
মিনেসোটা প্রদেশের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৪০০০০০ গ্যালন ট্রিট্রিয়াম-দূষিত জল বেরিয়েছে। কিন্তু মিসিসিপি নদী কিংবা শহরের কোনও পানীয় জলের উৎস বা সরবরাহ ব্যবস্থাতে সামান্যতম প্রভাব পড়েনি।