মূল্যবান পুরনো গাছ অবৈধভাবে বিক্রির অভিযোগ

মূল্যবান পুরনো গাছ অবৈধভাবে বিক্রির অভিযোগ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ মার্চ, ২০২২

দক্ষিণ ২৪ পরগণার মগরাহাটের উস্তিতে বেআইনিভাবে মূল্যবান পুরনো গাছ অবৈধভাবে বিক্রি নিয়ে তুমুল শোরগোল। কোনও টেন্ডার না ডেকে অবৈধভাবে ১০-১২ বছরের পুরনো কয়েক লক্ষ টাকার গাছ বিক্রির অভিযোগ বিডিও-র বিরুদ্ধে। গাছ কাটার আগে বনদফতরের কাছে কোনও অনুমতিও চাওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মগরাহাটের এক নম্বর ব্লকে উস্তি খালের ধার দিয়ে ১০ ১২ বছরের মেহগনি, ইউক্যালিপ্টাস, সোনাঝুরি গাছ। শনিবার থেকে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন ১৫ থেকে ২০টি গাছ কেটে ফেলা হয়েছে। রবিবার ভোরে সেই গাছগুলোর গুঁড়ি ও কাঠও সরিয়ে ফেলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টেন্ডার না ডেকেই বিডিও-র নির্দেশে ওই গাছগুলো কাঠগোলার মালিকদের বিক্রি করে দেওয়া হছে। যার মূল্য অন্তত পাঁচ থেকে ছয় লক্ষ টাকা। বিষয়টি নিয়ে প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে।