রক্ষাকর্তা স্টারলিঙ্কের ৪৭ টি উপগ্রহ

রক্ষাকর্তা স্টারলিঙ্কের ৪৭ টি উপগ্রহ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ মার্চ, ২০২২

যুদ্ধের কৌশলে বহির্বিশ্বের সাথে ইউক্রেনের যোগাযোগের জন্যে প্রপ্যোজনীয় ইন্টারনেট ব্যবস্থাকে ভেঙে দিতে চেয়েছিল রাশিয়া। কিন্তু সেই চক্রান্ত ভন্ডুল করতে ইউক্রেনের পাশে এসে দাঁড়িয়েছে এলেন মাস্কের ইন্টারনেট সরবরাহকারী সংস্থা স্টারলিঙ্ক। টুইট করে স্পেস রক্স এর কর্ণধার দাবি করেন, ইউক্রেনকে দেওয়া স্টারলিঙ্কের ইন্টারনেট ব্যবস্থা রুশ সেনারা প্রাথমিক ভাবে জ্যাম করে দিয়েছিল। কিন্তু শেষ অব্ধি তারা পেরে ওঠেনি স্টারলিঙ্ক এর অত্যাধুনিক প্রযুক্তির কাছে। রুশ সেনা ইউক্রেনে ঢোকার পর শুরুর দিকেই ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় আঘাত এনেছিল। গত ২৮ শে ফেব্রুয়ারী স্টারলিঙ্ক এর জরুরী যন্ত্রপাতি যেমন, অ্যান্টেনা, গ্রাউন্ড টার্মিনাল গুলির প্রয়োজনীয় যন্ত্রপাতি ইত্যাদি ইউক্রেনে পৌঁছায়। গত পয়লা মার্চ, যুদ্ধ- অঞ্চলে স্টারলিঙ্কেরও কিছু টার্মিনাল জ্যাম করে দেওয়া হয় অন্তত ২ দিনের জন্যে। পরে সফটওয়্যার নিঁখুত করে যোগাযোগ পুনরায় চালু করা হয়। ইউক্রেনের যুদ্ধ শুরুর পর স্টারলিঙ্ক এর আরো ৪৭ টি উপগ্রহ পৃথিবীর কক্ষপথে পাঠানো হয় স্পেস এক্স স্টারশিপ মহাকাশযানে পাঠিয়ে গত ৩ রা মার্চ। এই নতুন উপগ্রহগুলির সুবাদেই রুধ সেনাদের দ্বারা জ্যাম করে দেওয়া স্টারলিঙ্ক এর ইন্টারনেট ব্যবস্থা পুনরায় চালু করা সম্ভব হয়।