রবীন্দ্রনাথের নাম ডাইনোসরেও!

রবীন্দ্রনাথের নাম ডাইনোসরেও!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ মে, ২০২২

রবীন্দ্রনাথের নাম ডাইনোসরেও! জুরাসিক পার্ক সিনেমায় লম্বা গলার যে ডাইনোসর দেখা গিয়েছে, সেই ডাইনোসরের জীবাশ্ম প্রথম ভারতে পাওয়া গিয়েছিল আদিলাবাদ জেলায়। প্রজাতিটির নাম বারাপাসরাস ট্যাগোরেই। দৈর্ঘ্য ছিল ১৮ মিটার। একসময় এই প্রজাতির ডাইনোসর ভারতে দাপিতে বেড়াত। সরোপড গোত্রের ডাইনোসরদের মধ্যে ভারতে আবিষ্কৃত প্রথম জীবাশ্ম এই ডাইনোসরেরই ছিল। ১৯৬০-এর শেষের দিকে এই জীবাশ্ম আবিষ্কার হয়েছিল। আর তার কয়েকমাস পর ১৯৬১ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী। গবেষকরা ডাইনোসরের নাম দেন বারাপাসরাস ট্যাগোরেই। বারাপা মানে বড় পা আর ট্যাগোরেই এসেছে রবীন্দ্রনাথ টেগোর থেকে।