রাক্ষুসে কচ্ছপ এখন চিড়িয়াখানায়

রাক্ষুসে কচ্ছপ এখন চিড়িয়াখানায়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ এপ্রিল, ২০২২

সোমবার সকালে দামোদরে পাওয়া গিয়েছিল এক বিরল প্রজাতির কচ্ছপ, আমেরিকান রেড ইয়ার্ড স্নাইডার। বাংলায় যাকে বলে আমেরিকান রাক্ষুসে কছপ। কচ্ছপটিকে বন দফতর আলিপুর চিড়িয়াখানায় পাঠিয়েছে। দামোদর নদের সেই অঞ্চলে এই প্রজাতির একটাই কচ্ছপ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন শালতোড়া রেঞ্জের অফিসার রানা গুহ। কচ্ছপটির আনুমানিক বয়স ৪ থেকে ৬ মাস। ওজন ৪০০ গ্রামের কাছাকাছি। বিরল প্রজাতির কচ্ছপ হলেও রাক্ষুসে কচ্ছপ একইসঙ্গে বিপজ্জনক! মানুষ ও প্রকৃতির পক্ষে ভীষণই ক্ষতিকর বলে জানান প্রাণীবিজ্ঞানীরা। এমনকী, যে জলে এরা থাকে, সেই জলে এরা এত দূষণ ছড়ায় যে, সেই জলে থাকা অন্যান্য জলজ প্রাণীরাও ধীরে ধীরে প্রাণ হারায়! প্রাণীবিজ্ঞানীরা আরও জানিয়েছেন, এই প্রজাতির কচ্ছপ দ্রুত বংশবিস্তার করতে পারে। এদের কানের দু’দিক লাল হয় এবং নীচের অংশটা হলুদ রঙের। তাই জলের অন্যান্য প্রাণীকে বাঁচানোর জন্যই রাক্ষুসে কচ্ছপটিকে আলিপুর চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।