রাশিয়ার না পাঠানো স্যাটেলাইট পাঠাবে ভারত

রাশিয়ার না পাঠানো স্যাটেলাইট পাঠাবে ভারত

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ এপ্রিল, ২০২২

গত মাস খানেক আগে রাশিয়া তাদের সইজ রকেটকে লঞ্চ প্যাড থেকে খুলে নিয়ে চলে গেছিলো। ইউরোপিয়ান এজেন্সির যে ‘ওয়ান ওয়েভ’ মিশান – ৩৬ টা করে স্যাটেলাইট প্রতিবার পাঠানো হচ্ছিলো মহাকাশে। প্রসঙ্গত ওয়ান ওয়েভ একটি স্যাটেলাইট সংস্থা। এরকম মোট ৬০০ টি স্যাটেলাইট পাঠানোর কথা ছিল। এর মধ্যে বেশ কিছু স্যাটেলাইট পাঠানো হয়েছিল আগেই। কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের মাঝে শেষ মিশনটি সফল হবার আগেই রকেট লঞ্চ প্যাড থেকে খুলে নিয়ে গেছিল রাশিয়া। রাশিয়ার দাবি ছিল তাদের ওপর থেকে বিভিন্ন দেশের মূলত ইউরোপ ও উত্তর আমেরিকার দেশের আর্থিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এবং সম্ভবত প্রথম বারের জন্যে লঞ্চ প্যাড থেকে রকেট খুলে নেওয়ার ঘটনা ঘটে। এবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই ৩৬ টি স্যাটেলাইটের ব্যাচকে মহাকাশে পাঠাবে।ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কথাবার্তার মাধ্যমে এই সিদ্ধান্ত স্থির হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতের রকেটেই স্যাটেলাইট গুলি যাবে মহাকাশে তাদের নির্দিষ্ট স্থানে। তবে কোন রকেটে চেপে মহাকাশে যাবে ৩৬ টি স্যাটেলাইট তা এখনো জানা যায় নি। এই মিশনের অবশিষ্ট হিসেবে ইসরোকে মোট ৪৭৮ টি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে হবে।