
সম্প্রতি বিজ্ঞানীরা এমন এক হরমোন শনাক্ত করেছেন যা রোগপ্রতিরোধ ব্যবস্থাকে স্তব্ধ করে দিয়ে ক্যান্সার কোষকে অদৃশ্য করে দিতে সক্ষম। ইমিউনথেরাপি ক্যান্সার চিকিৎসায় বড় অগ্রগতি ঠিকই, কিন্তু মাত্র ২০–৩০ শতাংশ রোগীর ক্ষেত্রেই এটি কাজ করে। ফলে ধারণা জন্মেছে, ক্যান্সার কোষ আরও সূক্ষ্ম কোনো কৌশলে প্রতিরক্ষা ভেঙে এগোয়। গবেষকরা এখন আবিষ্কার করেছেন SCG2 (Secretogranin 2) নামের এক হরমোন, যা ইমিউন কোষের LILRB4 গ্রাহীকোষকে ( রিসেপ্টরকে) সক্রিয় করে। এতে অস্থিমজ্জাজাত (মায়েলয়েড) ইমিউন কোষ ‘শত্রু’ থেকে ‘সহযোগী’তে রূপান্তরিত হয়। এক পরীক্ষায় দেখা যায়, SCG2 সরাসরি LILRB4–এ আবদ্ধ হয়ে এমন সংকেত সৃষ্টি করে যা কোষের প্রতিরোধ ক্ষমতা দমন করে। মডেল ইদুরে, ক্যান্সার উৎপাদনকারী কোষে SCG2 প্রবেশ করালে, টিউমার দ্রুত বাড়ে। কিন্তু LILRB4–নিরোধী অ্যান্টিবডি ব্যবহার করলে বা SCG2 অপসারণ করলে টিউমারের বৃদ্ধি ধীর হয়। অর্থাৎ, SCG2–LILRB4 যোগাযোগই ক্যান্সারে প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার অস্ত্র।
এই আবিষ্কার থেকে দু’টি সম্ভাবনা উঠে আসছে —
ক. ক্যান্সার থেরাপি: যোগাযোগ বন্ধ করলে ইমিউন কোষ আবার টিউমার আক্রমণ করতে পারবে।
খ. অটোইমিউন রোগ: উল্টোদিকে, অতিরিক্ত SCG2 দিলে অতিসক্রিয় ইমিউন প্রতিক্রিয়া দমন করা যেতে পারে। অবশ্য গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে। তাছাড়া প্রাণী মডেল থেকে প্রাপ্ত ফলাফল, সরাসরি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবু ক্যান্সার চিকিৎসায় নতুন পথ দেখানোর একটা সম্ভাবনা এর মধ্যে নিহিত আছে।
সূত্র : Secretogranin 2 binds LILRB4 resulting in immunosuppression by
Xing Yang, Ryan Huang ; Nature Immunology (24 July, 2025).