রোবটকে হাঁটাচ্ছে ফেসবুক

রোবটকে হাঁটাচ্ছে ফেসবুক

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ ফেব্রুয়ারী, ২০২২

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক দল চার পেয়ে রোবটকে হাঁটতে শেখাচ্ছে। ছবিতে দেখা যায় কুকুরসদৃশ চার পেয়ে এক রোবট হেঁটে চলেছে বালি, পাথর এবং অন্যান্য কঠিন পৃষ্ঠের উপর দিয়ে। কোনো সমস্যা হচ্ছে না হাঁটতে। উল্টো পৃষ্ঠ অনুসারে নিজের ভারসাম্য ঠিক করে নিচ্ছে। এ কাজে কার্নেগি মেলন ইউনিভার্সিটির স্কুল অফ কম্পিউটার সায়েন্স বিভাগের সঙ্গে জোট বেঁধেছে ফেসবুক গবেষক দলটি। এখনো কোনো নাম পায়নি রোবটটি। সেটিকেই কীভাবে হাঁটার সময় পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে তা শেখানো হচ্ছে। শুক্রবার এ ব্যাপারে জানিয়েছে গবেষক দলটি। এক ভিডিওতে দেখা গেছে, পাথরের ওপর দিয়ে, সিঁড়ি দিয়ে নিয়ে নামতে এবং নির্মাণাধীন এলাকা দিয়ে যাওয়ার সময় নিজের চলাচল পদ্ধতি ঠিক করে নিচ্ছে রোবটটি। এটি তৈরি করেছে চীনা স্টার্টআপ ইউনিট্রি